হোম /খবর /বিনোদন /
এদিকে নবদম্পতি, ওদিকে সুপারহিট জুটি! দুর্নিবার-মোহরের সঙ্গে ছবি ঋতু-বুম্বাদার

Prosenjit-Rituparna-Durnibar-Mohor: এদিকে নবদম্পতি, ওদিকে সুপারহিট জুটি! দুর্নিবার-মোহরের সঙ্গে ছবি ঋতু-বুম্বাদার

নবদম্পতি দুর্নিবার-মোহরের সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণা-মিশুক

নবদম্পতি দুর্নিবার-মোহরের সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণা-মিশুক

Prosenjit-Rituparna-Durnibar-Mohor: হলুদ শাড়িতে কনে, হলুদ পাঞ্জাবিতে বর। হাতে মেহেন্দি করে শাঁখাপলা পরে ছবি দিয়েছিলেন দুর্নিবার। তার পরই সন্ধ্যা থেকে কলকাতার পাঁচতারা হোটেল জমজমাট।

  • Share this:

কলকাতা: গোধূলি লগ্নে বিয়ে হল গায়ক দুর্নিবার সাহা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের। প্রেমের প্রথম প্রহর থেকেই গায়কের অতীতের প্রসঙ্গ উঠে এসেছে বারবার। প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের কথা মেনে নিতে পারেননি অনেকেই। কিন্তু আজ সমস্ত তর্ক বিতর্ক ভুলে পরিবার, আত্মীয়সজন, বন্ধুবান্ধব, সহকর্মীকে সাক্ষী রেখে বিয়ে সেরে ফেললেন যুগল।

বৃহস্পতিবার সকালেই তাঁদের গায়ে হলুদের ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। হলুদ শাড়িতে কনে, হলুদ পাঞ্জাবিতে বর। হাতে মেহেন্দি করে শাঁখাপলা পরে ছবি দিয়েছিলেন দুর্নিবার। তার পরই সন্ধ্যা থেকে কলকাতার পাঁচতারা হোটেল জমজমাট। এক এক করে তারকার সমাবেশ ঘটল। অতিথিদের আপ্যায়নে ত্রুটি রাখলেন না প্রসেনজিৎ। শঙ্খ বাজিয়ে মেয়ের বিয়ে দিলেন যেন বাবা। প্রসেনজিতের ভূমিকায় মুগ্ধ গোটা নেটপাড়া। ইন্ডাস্ট্রির বুম্বাদা এবং তাঁর ছেলে মিশুক সব দিকের খেয়াল রাখলেন। সঙ্গে ছিলেন মোহরের গোটা পরিবার।

দুর্নিবার-মোহরের বিয়ে দুর্নিবার-মোহরের বিয়েদুর্নিবার-মোহরের বিয়ে দুর্নিবার-মোহরের বিয়ে

লাল বেনারসী আর সোনার গয়নায় সেজে উঠলেন মোহর। বর আসার পর বরযাত্রীর যত্ন নেওয়া হল কনেপক্ষের তরফে। লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি পরে বিয়ের আসরে পৌঁছলেন দুর্নিবার। গলায় গোলাপের মালা। মুখ ভরা হাসি।

আরও পড়ুন: শাঁখ বাজালেন বুম্বাদা, দুর্নিবার-মোহরের বিয়ের ঝলমলে আয়োজনে মধ্যমণি প্রসেনজিৎ

আরও পড়ুন: ধুতিতে বর, ঝলমলে বেনারসিতে কনে, সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ে সারলেন মোহর-দুর্নিবার, দেখুন ছবি

অতিথি তালিকায় নেহাতই ছোট নয়। প্রসেনজিতের দিদি পল্লবী চট্টোপাধ্যায়, ইশা সাহা, অনুভব কাঞ্জিলাল, ঋষভ বসু, দিতিপ্রিয়া রায়, পরিচালক সম্রাট শর্মা, রণজয় ভট্টাচার্য, চিত্রনাট্যকার রোহিত দে, ঈপ্সিতা মুখোপাধ্যায় প্রমুখ। একটু বেশি রাচের দিকে এসে পৌঁছলেন টলি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। সুপারহিট জুটির সঙ্গে ছবি তুলতে ভুললেন না নবদম্পতি। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল।

বিয়ের বাসরে আজ সারারাত গান হবে। হবে নাচও। সঙ্গীতশিল্পীর বিয়েতে পর্শিয়া, শ্রাবণ, তীর্থ, কৌশিকদের মতো তারকা সঙ্গীতশিল্পীদের ভিড় জমেছে। নতুন জীবন শুরু মোহর-দুর্নিবারের। ইন্ডাস্ট্রির দুই স্তম্ভের আশীর্বাদ যে তাঁদের মাথায়, তা স্পষ্ট হল এই ছবিতে।

Published by:Teesta Barman
First published:

Tags: Durnibar Saha, Meenakshi Mukherjee, Mohor Sen, Prosenjit Chatterjee, Rituparna Sengupta