কলকাতা: সব প্রতিক্ষার অবসান ঘটিয়ে শেষমেষ গাঁটছড়া বাঁধলেন মোহর দুর্নিবার। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন গায়ক। প্রকাশ্যে এল সেই ছবি। বিয়ের বেনারসিতে একেবারে ঝলমল করতে দেখা গেল ঐন্দ্রিলা ওরফে মোহেরকে। পাত্রী হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক।
বহুদিন ধরেই দু'জনের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা গেলেও নিজেদের সম্পর্ক নিয়ে একেবারেই চুপ ছিলেন এই নব দম্পতি। দুর্নিবারের প্রথম বিয়ে ভাঙার কারণ হিসাবেও দাই করা হয় এই সম্পর্ককে। তবে এই দাবিও একেবারে নস্যাৎ করে দেন দু'জনেই।
আরও পড়ুন: শাঁখাপলা হাতে মোহর, হলুদ পাঞ্জাবীতে দুর্নিবারের হাসি, বিয়ের আগে বর-কনের ছবি!
২০১৭ সালে স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি মতে বিয়ে হয় সারেগামাপা খ্যাত দুর্নিবারের । পরে আনুষ্ঠানিক ভাবে বিয়েও সারেন তাঁরা। । কিন্তু এক বছরের মধ্যেই ভেঙে যায় সম্পর্ক। নিজেদের সম্পর্ক নিয়ে বহুদিন চুপ থাকার পরে মাস কয়েক আগে থেকেই একসঙ্গে ছবি দেওয়া শুরু করেন তাঁরা।
২০২১ সালে কলকাতার একটি রেস্তরাঁয় আলাপ হয় নব বর-কনের । আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। নিজেদের সম্পর্ক নিয়ে হাজার বিতর্কের অবসান ঘটিয়ে শেষমেষ চার হাত এক করলেন মোহর-দুর্নিবার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।