Durnibar Saha-Mohor Sen wedding: শাঁখাপলা হাতে মোহর, হলুদ পাঞ্জাবীতে দুর্নিবারের হাসি, বিয়ের আগে বর-কনের ছবি!
- Published by:Teesta Barman
Last Updated:
Durnibar Saha-Mohor Sen wedding: এবার সেই শুভ মুহূর্তের অপেক্ষা। সমস্ত তর্ক-বিতর্ক ভুলে যখন দু’টি মানুষ এক হবেন। বিয়ের পরে কি নবদম্পতি রূপে সকলের সামনে আসবেন দুর্নিবার-মোহর?
advertisement
advertisement
সারেগামাপা খ্যাত দুর্নিবার এই নিয়ে দ্বিতীয় বিয়ে সারতে চলেছেন। প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে ২০১৭ সালে আইনি মতে বিয়ে হয় তাঁর। ২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে সংসার পাতেন গায়ক এবং নৃত্যশিল্পী। কিন্তু এক বছরের মধ্যেই ভেঙে যায় বিয়ে। লোকে বলেন, বিবাহবিচ্ছেদের কারণ তৃতীয় ব্যক্তি, মোহর সেন। কিন্তু মোহর বা দুর্নিবার সে অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দিন কয়েক আগে প্রাক্তন স্বামীকে কটাক্ষ করে মীনাক্ষী একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন, ‘নিজের জীবনের ‘রণবীর কাপুর’কে চলে যেতে দেওয়া উচিত, যদি ‘রণবীর সিং’কে জীবেন আহ্বান জানাতে চান। বিশেষ দ্রষ্টব্য: আপনারা যা বুঝছেন, একেবারে সঠিক বুঝছেন।’ মীনাক্ষীর পোস্ট ঘিরে তোলপাড় ফেসবুকে। নেটিজেনরা তাঁকে কেবল বাহবাই দেননি, শেয়ারও করেছেন পোস্টটিকে।