তারই মাঝে সারারাত বিয়ের বাসর জাগল বর-কনে। সঙ্গে বন্ধুবান্ধব। রাতভর গান, নাচ। সঙ্গীতশিল্পীর বিয়েতে পর্শিয়া, শ্রাবণ, তীর্থ, কৌশিকদের মতো তারকা সঙ্গীতশিল্পীদের ভিড় জমেছিল। নতুন জীবন শুরু মোহর-দুর্নিবারের। সমস্ত তর্ক বিতর্ক ভুলে পরিবার, আত্মীয়সদজন, বন্ধুবান্ধব, সহকর্মীকে সাক্ষী রেখে বিয়ে সেরে ফেললেন যুগল।