অর্ণব-ইপ্সিতার ডিভোর্সে ইতি?
ইপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়
আইনি বিয়ে সারার কয়েক মাস পর থেকেই বারবার শিরোনাম দখল করেছেন তারকা দম্পতি
সৌজন্যে, তাঁদের দাম্পত্য, প্রেম, ভাঙন
২০২২-এর জানুয়ারি মাসেই চারহাত এক হয়েছিল যুগলের
প্রেমিক-প্রেমিকা আইনি বিয়ে করে সংসার শুরু করেছিলেন
আইনি বিয়ের ৯ মাসের মধ্যেই ছাদ আলাদা হয়ে গেল টেলিপাড়ার জনপ্রিয় জুটির
সেই গুঞ্জনে যখন উত্তাল ইন্ডাস্ট্রি, তখনই হঠাৎ অর্ণবের ইনস্টাগ্রামে যুগলের একটি ছবি দেখতে পাওয়া যায়
পাহাড়ের কোলে, বিজনবাড়িতে দম্পতির প্রেমমাখা ছবির
ক্যাপশনেও হ্যাশট্যাগ দিয়ে ‘ব্লারড’ লিখেছেন নায়ক। যার অর্থ ঝাপসা
এই ঝাপসার কারণ কী? ছবিতে প্রেমের ছোঁয়া, কিন্তু লেখায় কেন মন খারাপের ইঙ্গিত?
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন