Sidharth Shukla death: 'খুব তাড়াতাড়ি চলে গেলে', সিদ্ধার্থ-এর মৃত্যুতে শোকস্তব্ধ নুসরত-জিৎ সহ টলি তারকারাও

Last Updated:

Sidharth Shukla death: অকালে চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। শুধু বলিউড বা হিন্দি টেলিজগত নয়। সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলি (Tollywood) পাড়ার অভিনেতারাও।

#মুম্বই: অকালে চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla death)। 'বালিকা বধূ' (Balika Vadhu) থেকে শুরু করে 'দিল সে দিল তক' (Dil se dil tak) এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সিদ্ধার্থ। বিগ বস ১৩-র (Bigg Boss) বিজেতা ছিলেন তিনি। সেই সময়েই দেখা গিয়েছিল, ছোট পর্দায় অভিনয় করে কত অনুরাগীর মন জিতেছেন তিনি। আর তাই মাত্র ৪০ বছরে তাঁর মৃত্যুতে শোকের ছায়ে নেমে এসেছে বিনোদন জগতে। শুধু বলিউড বা হিন্দি টেলিজগত নয়। সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলি (Tollywood) পাড়ার অভিনেতারাও।
অভিনেত্রী নুসরত জাহান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখছেন, "খুব তাড়াতাড়ি চলে গেলেন। এই খবর সত্যিই হৃদয় বিদাড়ক। এখনও বিশ্বাস করতে পারছি না। আপনার আত্মার শান্তি কামনা করি।" টলি অভিনেতা জিৎ ইনস্টাগ্রামে পোস্টে লেখেন, "এটা সত্যি হতে পারে না। এটা চমকে যাওয়ার মতো খবর।"
advertisement
advertisement
টেলি অভিনেতা নীল ভট্টাচার্য সিদ্ধার্থের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখছেন, "জীবন খুব ছোট। ভালোবাসা ছড়িয়ে দিন, হাসিখুশি থাকুন। জীবন সব সময়ে দ্বিতীয় সুযোগ দেয় না। সিদ্ধার্থ শুক্লার আত্মার শান্তি কামনা করি।" এছাড়াও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়, কৌশানী মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় সহ আরও অনেকে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ।
advertisement
শুধু ছোট পর্দা নয়। বলিউডে বড় পর্দাতেও কাজ করেছেন সিদ্ধার্থ। ২০১৪ সালে 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে কাজ করেছিলেন তিনি। বলিউডের বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, রাজকুমার রাও, বিক্রান্ত মাসে, অজয় দেবগন, শিল্পা শেট্টি, মাধুরী দিক্ষীত, রিতেশ দেশমুখ, ফারহা খান সহ হিন্দি টেলিভিশনের অভিনেতারা সিদ্ধার্থের মৃত্যুতে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
advertisement
২০০৮ সালে 'বাবুল কা আঙ্গান ছুটে না' ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা দেন সিদ্ধার্থ। এর পরে 'আহাট', 'সিআইডি'র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তবে 'বালিকা বধূ' ও 'দিল সে দিল তক' ধারাবাহিকে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। 'বিগ বস' ছাড়াও 'ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি'-তেও তিনিই জয়ী হয়েছিলেন। সম্প্রতি বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidharth Shukla death: 'খুব তাড়াতাড়ি চলে গেলে', সিদ্ধার্থ-এর মৃত্যুতে শোকস্তব্ধ নুসরত-জিৎ সহ টলি তারকারাও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement