Sidharth Shukla dies of heart attack: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিগ বস ১৩-এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লা !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Bigg Boss 13 winner Sidharth Shukla dies of heart attack: হার্ট অ্যাটাকে মৃত্যু হল বিগ বস ১৩-এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লার !
মুম্বই: বৃহস্পতিবার সকাল সকাল সবাইকে চমকে দেওয়ার মতোই খবর ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বিগ বস ১৩-এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) !
বৃহস্পতিবার সকালেই ম্যাসিভ হার্ট অ্যাটাক (Massive Heart Attack) হয় অভিনেতার ৷ মুম্বইয়ের কুপার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি ৷ তার আগেই মৃত্যু হয় সিদ্ধার্থের ৷ বয়স হয়েছিল ৪০ বছর ৷ ১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম সিদ্ধার্থ শুক্লার।
advertisement
advertisement
#BREAKING | TV star & Bigg Boss winner #SiddharthShukla passes away https://t.co/QinW49nmQc
— News18 (@CNNnews18) September 2, 2021
‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিগ বসের পাশাপাশি ‘খতরো কে খিলাড়ি’, ‘ঝলক দিখলাজা’-র মতো বিভিন্ন রিয়্যালিটি শো-তেও অংশ নিয়েছেন ৷ তবে বিগ বস-১৩-তে বিজয়ী হওয়ার পরেই জনপ্রিয়তা আরও বাড়ে অভিনেতার ৷ মাত্র কয়েক দিন আগেই এবারের বিগ বসের বাড়িতে গিয়েছিলেন তিনি এবং শেহনাজ গিল ৷ কিন্তু এর অল্প কয়েকদিনের মধ্যেই সব শেষ ৷ মাত্র ৪০ বছর বয়সেই মৃত্যু হল সিদ্ধার্থ শুক্লার ৷
advertisement
২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ (Babul Ka Aangann Chootey Na ) ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা দেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রেই অভিনয় করতেন তিনি। ছোট পর্দার পাশাপাশি ২০১৪ সালে বলিউডেও অভিষেক ঘটে অভিনেতার। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ (Humpty Sharma Ki Dulhania) ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
#SidharthShukla was at peak of his career. A person as fit as him suddenly gets a heart attack. I'm shocked: Actor @samirsoni123 tells @ridhimb pic.twitter.com/GCyzIUhRWu
— News18 (@CNNnews18) September 2, 2021
advertisement
বাবা অশোক শুক্লা, মা রীতা শুক্লা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের ছোটবেলার থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2021 11:49 AM IST