#কলকাতা: এবছর সরস্বতী পুজো দু দিন। অতএব ডবল আনন্দ। এই পুজোয় মেতে ওঠে স্কুল কলেজের পড়ুয়ারা। শুধু পড়ুয়ারা নয়, বাগদেবীর আরাধনায় মেতে ওঠে লেখক, সাহিত্যিক, গায়ক, গায়িকা থেকে কলাকুশলীরা। টলিউডের সব সেলেবরাই এই পুজোতে মেতে ওঠেন নিজের মতো করে। শুভশ্রী, রাজ, জিৎ থেকে শুরু করে দিতিপ্রিয়া সকলেই এবছর জাঁকজমক করে করেছেন পুজো। তবে দেবীর পুজো সেরে দিনটাকে অন্য রকমভাবে সেলিব্রেট করলেন সাহানা বাজপেয়ী।
তিনি এই সময়টায় থাকেন তাঁর শান্তিনিকেতনের বাড়িতে। বাবা মারা যাওয়ার পর ওই বাড়িতে থাকেন তাঁর মা। আর সাহানা বিদেশ থেকে ছুটি নিয়ে চলে আসেন মায়ের কাছে সঙ্গে ছোট্ট মেয়ে। বাবার পড়ার ঘর থেকে, তাঁর সাধের বাগান সব কিছু নিয়ে ডুবে থাকেন সাহানা। এই সময়টায় কলকাতাতে তিনি অনেক গুলো গানের অনুষ্ঠানও করেন। তবে সরস্বতী পুজোর দিন সাহানা তাঁর বন্ধুদের নিয়ে গেলেন গায়িকা কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। সেখানে গিয়ে রবি ঠাকুরের গানে তাঁরা সকলে মেতে উঠলেন। একেবারে নিজের ছন্দে করলেন দিনটি পালন। এই গানের ভিডিও সাহানা তাঁর ফেসবুকে শেয়ার করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sahana Bajpaie, Saraswati Puja, Song