Viral Video| Tiyasha Roy|| কাঁধ থেকে খুলে যাচ্ছে জামা! এয়ারপোর্টে জামাইয়ের সঙ্গে তুমুল নাচ শ্যামার! তিয়াসার ভিডিও ভাইরাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Krishnakali Tiyasha Roy Viral Video: লাল জাম্প স্যুট, পায়ে হাই হিলস, পনিটেল করে বাঁধা চুল...দমদম বিমানবন্দরে তুমুল নাচছেন টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Bengali Mega Serial) কৃষ্ণকলির শ্যামা। মুহূর্তে ভাইরাল ভিডিও।
#কলকাতা: পরনে লাল জাম্প স্যুট, পায়ে হাই হিলস, পনিটেল করে বাঁধা চুল...দমদম বিমানবন্দরে তুমুল নাচছেন টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Bengali Mega Serial) কৃষ্ণকলির শ্যামা, ‘মস্ত জওয়ানি’র তালে তালে তাঁকে সঙ্গ দিচ্ছেন অন-স্ক্রিন জামাই বাবা জীবন অনিরুদ্ধ!
সোশ্যাল মিডিয়ায় বুধবার অভিনেত্রী তিয়াসা রায় (Tiyasha Roy) ভিডিওটি পোস্ট করতেই তা ভাইরাল (Viral Video) হয়ে যায়। এরপর তিয়াসা আজ বৃহস্পতিবার সকালে আরও একটি ভিডিও (Instagram Reel) শেয়ার করেছেন। সেখানে অবশ্য বলিউডের অন্যত্তম জনপ্রিয় গান 'উর্বশী'র সঙ্গে একাই নেচে ফাটিয়ে দিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement
বর্তমান বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় (Famous Tollywood Actress) নায়িকা তিয়াসা রায়। কয়েক বছর ধরে অভিনয়ের সুবাদে বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি। ১০০০ এপিসোড পেরিয়েছে সিরিয়াল। তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে স্বামী সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের জল্পনাও শোনা যাচ্ছে সম্প্রতি। তবে তা নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং রিল লাইফ (Reel Life) নিয়েই যে আপতত মজে, তা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (Social Media) দেখলেই স্পষ্ট আন্দাজ পাওয়া যাবে। জানা গিয়েছে, শ্যামা অভিনয়ের জন্য বুধবার বারানসী উড়ে গিয়েছেন। সেই সময়েই অনস্ক্রিন জামাই রৌনাক দে ভৌমিককে (Raunak Dey Bhowmick) নিয়ে এয়ারপোর্টে নাচ জুড়ে দেন। ক্যাপশনে তিয়াসা লিখেছেন, ‘এয়ারপোর্ট মস্তি’।
advertisement
আরও পড়ুন: সমুদ্র সৈকতে ছোট্ট ইউভান, ছেলের মজার কীর্তি নিয়ে হাজির রাজ-শুভশ্রী, দেখুন পুরী অ্যালবাম...
advertisement
advertisement
এ দিকে, কিছুদিন আগেই ছিল তিয়াসার জন্মদিন। স্বামী সুবানের সঙ্গে নয়, এ বারে বন্ধুদের সঙ্গে মন্দারমনিতে জন্মদিন পালন করেছেন তিনি। পেয়েছে অসংখ্য উপহারও। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই লুক বদলে ফেলেছেন তিয়াশা। বিভিন্ন রকম ফটোশুট করছেন। তার ছবি শেয়ার করছেন সোশ্যাল ওয়ালে। ফটোশুটের জন্যও কলকাতা ছাড়তে পারেন অভিনেত্রী। আবার টি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, শীঘ্রই নতুন টুইস্ট আসতে চলেছে সুপারহিট সিরিয়ালের গল্পে। ফলে, তার জন্যই এই শহর ছাড়া কিনা, তা সম্ভবত জানা যাবে কিছুদিনের মধ্যেই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2021 11:45 AM IST