Raj Chakraborty| Subhashree Ganguly|| সমুদ্র সৈকতে ছোট্ট ইউভান, ছেলের মজার কীর্তি নিয়ে হাজির রাজ-শুভশ্রী, দেখুন পুরী অ্যালবাম...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Yuvaan's first Birthday| Raj Chakraborty| Subhashree Ganguly| Puri: প্রথম বছর জন্মদিনের (First Birthday) ঠিক আগে জগন্নাথ দেবের (Jagannath Temple) আশীর্বাদ নিতে বাবা-মায়ের (Raj Chakraborty ও Subhashree Ganguly) সঙ্গে পুরী (Puri) উড়ে গেল ছোট্ট ইউভান (Yuvaan)।
*প্রথম বছর জন্মদিনের (First Birthday) ঠিক আগে জগন্নাথ দেবের (Jagannath Temple) আশীর্বাদ নিতে বাবা-মায়ের (Raj Chakraborty ও Subhashree Ganguly) সঙ্গে পুরী (Puri) উড়ে গেল ছোট্ট ইউভান (Yuvaan)। মঙ্গলবার দুপুরের বিমানে পুরী পৌঁছে গিয়েছেন তাঁরা। সেখানে ঘুরে পুজো দিয়ে ফিরবেন শহরে (Kolkata)। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
*তবে জগন্নাথ দেবের আশীর্বাদ নেওয়াও একইভাবে গুরুত্বপূর্ণ পরিবারের কাছে। ফলে জন্মদিনের সপ্তাহেই পুরী উড়ে গিয়েছেন তাঁরা। উল্লেখ্য, ইউভানের প্রথম জন্মদিন ১২ সেপ্টেম্বর। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Gangopadhyay) কোল আলো করে আসে ইউভান (Yuvaan) চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
*মঙ্গলবার এয়ারপোর্ট লুকে বাবা-মায়ের সঙ্গে নেতাজি সুভাসচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় সে। ফুল হাতা টি-শার্ট, থ্রি কোয়াটার প্যান্ট আর টুপিতে একেবারে ‘কুল ডুড’ খুদে। শুভশ্রী এবং রাজ দু'জনেই সাদা পোশাকে। এ দিন ইউভানকে কোলে নেওয়া শুভশ্রীর ছবি এবং বুমেরাং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা মন কেরেছে নেটিজেনদের। ছবি: ইনস্টাগ্রাম। *মঙ্গলবার এয়ারপোর্ট লুকে বাবা-মায়ের সঙ্গে নেতাজি সুভাসচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় সে। ফুল হাতা টি-শার্ট, থ্রি কোয়াটার প্যান্ট আর টুপিতে একেবারে ‘কুল ডুড’ খুদে। শুভশ্রী এবং রাজ দু'জনেই সাদা পোশাকে। এ দিন ইউভানকে কোলে নেওয়া শুভশ্রীর ছবি এবং বুমেরাং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা মন কেরেছে নেটিজেনদের। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
*এ দিকে, আজ সকাল হতেই সমুদ্র সৈকতে ছেলেকে নিয়ে পৌঁছে যান টলিউড দম্পতি। সেখানে সমদ্র দেখে আনন্দে আত্মহারা ছোট্ট রাজকুমার। মা শুভশ্রীর হাত ধরে প্রায় নিজেই হেঁটে চলেছে বালির মধ্যে। পুরীর সমুদ্র সৈকতের সেই আদুরে ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন রাজ। মুহূর্তেই রা ভাইরাল হয়ে যায়। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement