অভিনেত্রীর আনা #MeToo অভিযোগে যা বললেন রসগোল্লার পরিচালক...

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: রসগোল্ল ছবি তাঁকে জনপ্রিয় করেছে ৷ এখন পাভেল নামে এক ডাকেই সবাই তাঁকে চেনে ৷ তাঁর প্রথম ছবি ছিল বাবার নাম গান্ধিজী ৷ ছবিটি খুব হিট না করলেও, ছবিটিকে বেশ পছন্দ করেছিলেন সিনেমাপ্রেমীরা ৷ সেই পাভেলের বিরুদ্ধেই এবার শ্লীলতাহানির অভিযোগ এনেছেন এক অভিনেত্রী ৷ অডিশন দিতে নিজের বাড়িতে ডাকেন পরিচালক ও সেখানেই তাকে পিছন থেকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকেন পাভেল, এমনই বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী অনুরূপা চক্রবর্তী ৷ এরপরই আমরা যোগাযোগ করি পাভেলের সঙ্গে ৷

    এ নিয়ে কোনভাবে মুখ খুলতে চাননি পরিচালক ৷ স্পষ্টই বলেন নো কমেন্টস ৷ সঙ্গে যদিও এও যোগ করেন যে ঠিক তাঁর ছবি বাচ্চা শ্বশুর মুক্তির আগে এমন অভিযোগ আনা হয়েছে কেন ? কেন এই সময়টাই বেছে নেওয়া হল ? এমন ঘটনা যদি অতীতে ঘটে থাকে, তাহলে আগেই কেন সামনে আনা হয়নি ৷ এর বাইরে কোনভাবে তিনি একটি শব্দও ব্যায় করতে চাননি ৷

    আরও পড়ুন #MeToo: হঠাৎ আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে পাভেল

    বৃহস্পতিবারই নিজের অভিযোগ নিয়ে ফেসবুকে সরব হন অভিনেত্রী অনুরূপা চক্রবর্তী ৷ পরিচালক পাভেলের কথা নিজের প্রোফাইলেই উল্লেখ করেন তিনি ৷ পাভেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন তিনি ৷

    First published:

    Tags: #metoo, MeToo Allegation, Pavel Bhattacharya