#MeToo: হঠাৎ আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে পাভেল

Last Updated:
#কলকাতা: মিটু ঝড়ে বলিউডে চাপের মুখে পড়েছেন বহু ব্যক্তিত্বই৷ এবার ঝড়ের আঁচ লাগল টলিউডেও৷ পরিচালক পাভেল ভট্টাচার্য-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন অভিনেত্রী অনুরূপা চক্রবর্তী৷ ফেসবুকে নিজের প্রোফাইলে পোস্ট করে অভিযোগ জানিয়েছেন তিনি৷
আজ এমন কিছু জানাতে চলেছি যা অনেক আগেই আমার বলা উচিত ছিল৷ পাভেলকে এখন প্রায় সবাই চেনে৷ রসগোল্লার অডিশনের জন্য আমাকে ডাকা হয়েছিল৷ পাভেল একদিন ফোন করে আমাকে বলে আমাকে নাকি ওর রাধিকা আপ্তে-র মতো দেখতে লাগে৷ পরের ছবিতে আমাকে কাস্ট করতে চায় বলে ওর নাকতলার বাড়িতে ডেকে পাঠায়৷
advertisement
advertisement
আমি সেই সময় অবসাদে ভুগছিলাম৷ তাই মেকআপ ছাড়া, তেল দেওয়া চুল নিয়েই একটা ঢিলেঢালা কুর্তি পরে চলে গিয়েছিলাম৷ পাভেল আমাকে স্ক্রিপ্ট দেয়৷ কিন্তু ওর হাবভাব দেখে মনে হচ্ছিল আমার সাজপোশাকে ও ভেবে নিয়েছে আমি কোনও গরীব পরিবারের সন্তান৷ হঠাৎই আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে পাভেল৷ কোনও মতে ওকে থামিয়ে আমি পালিয়ে এসেছি সেদিন৷
advertisement
শুধু তাই নয়৷ পাভেল জানায় ও নাকি পুরুলিয়ায় মাওবাদী দলের প্রোটোকল তদন্তের জন্য আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করে৷ সেখানেই নাকি ওর বউয়ের সঙ্গে আলাপ হয়৷ জোর করে ওকে বিয়ে করতে বাধ্য করা হয়৷ আমি রেগে গিয়ে বলেছিলাম, আয়নায় নিজের মুখটা দেখেছো? তারপরও বারবার বলতে থাকে, বিয়ে কর আমাকে৷
অভিযুক্ত পরিচালক পাভেল ভট্টাচার্য৷ অভিযুক্ত পরিচালক পাভেল ভট্টাচার্য৷
advertisement
আমি পুরো ঘটনাটা আমাদের এক কমন ফ্রেন্ডকে জানিয়েছিলাম৷ তার কাছ থেকেই জানতে পারি পাভেলের সুখী বিবাহিত জীবন৷ বউয়ের কাছ থেকে সব রকম সাহায্য পায়৷ এমনকী, পাভেল আমাকে কোনও ছবিতে কাস্ট না করার ভয়ও দেখিয়েছে৷ এটই পাভেল ভট্টাচার্য-র আসল চেহারা৷ উদ্ধত, মিথ্যাবাদী ও বিকৃত৷
এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত পরিচালক৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeToo: হঠাৎ আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে পাভেল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement