#MeToo: হঠাৎ আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে পাভেল

Last Updated:
#কলকাতা: মিটু ঝড়ে বলিউডে চাপের মুখে পড়েছেন বহু ব্যক্তিত্বই৷ এবার ঝড়ের আঁচ লাগল টলিউডেও৷ পরিচালক পাভেল ভট্টাচার্য-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন অভিনেত্রী অনুরূপা চক্রবর্তী৷ ফেসবুকে নিজের প্রোফাইলে পোস্ট করে অভিযোগ জানিয়েছেন তিনি৷
আজ এমন কিছু জানাতে চলেছি যা অনেক আগেই আমার বলা উচিত ছিল৷ পাভেলকে এখন প্রায় সবাই চেনে৷ রসগোল্লার অডিশনের জন্য আমাকে ডাকা হয়েছিল৷ পাভেল একদিন ফোন করে আমাকে বলে আমাকে নাকি ওর রাধিকা আপ্তে-র মতো দেখতে লাগে৷ পরের ছবিতে আমাকে কাস্ট করতে চায় বলে ওর নাকতলার বাড়িতে ডেকে পাঠায়৷
advertisement
advertisement
আমি সেই সময় অবসাদে ভুগছিলাম৷ তাই মেকআপ ছাড়া, তেল দেওয়া চুল নিয়েই একটা ঢিলেঢালা কুর্তি পরে চলে গিয়েছিলাম৷ পাভেল আমাকে স্ক্রিপ্ট দেয়৷ কিন্তু ওর হাবভাব দেখে মনে হচ্ছিল আমার সাজপোশাকে ও ভেবে নিয়েছে আমি কোনও গরীব পরিবারের সন্তান৷ হঠাৎই আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে পাভেল৷ কোনও মতে ওকে থামিয়ে আমি পালিয়ে এসেছি সেদিন৷
advertisement
শুধু তাই নয়৷ পাভেল জানায় ও নাকি পুরুলিয়ায় মাওবাদী দলের প্রোটোকল তদন্তের জন্য আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করে৷ সেখানেই নাকি ওর বউয়ের সঙ্গে আলাপ হয়৷ জোর করে ওকে বিয়ে করতে বাধ্য করা হয়৷ আমি রেগে গিয়ে বলেছিলাম, আয়নায় নিজের মুখটা দেখেছো? তারপরও বারবার বলতে থাকে, বিয়ে কর আমাকে৷
অভিযুক্ত পরিচালক পাভেল ভট্টাচার্য৷ অভিযুক্ত পরিচালক পাভেল ভট্টাচার্য৷
advertisement
আমি পুরো ঘটনাটা আমাদের এক কমন ফ্রেন্ডকে জানিয়েছিলাম৷ তার কাছ থেকেই জানতে পারি পাভেলের সুখী বিবাহিত জীবন৷ বউয়ের কাছ থেকে সব রকম সাহায্য পায়৷ এমনকী, পাভেল আমাকে কোনও ছবিতে কাস্ট না করার ভয়ও দেখিয়েছে৷ এটই পাভেল ভট্টাচার্য-র আসল চেহারা৷ উদ্ধত, মিথ্যাবাদী ও বিকৃত৷
এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত পরিচালক৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeToo: হঠাৎ আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে পাভেল
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement