Home /News /entertainment /
১৫ বছরের ছোট বোনকে ভাইফোঁটায় কী উপহার দিলেন নায়ক অঙ্কুশ ?

১৫ বছরের ছোট বোনকে ভাইফোঁটায় কী উপহার দিলেন নায়ক অঙ্কুশ ?

ছবি: ইনস্টাগ্রাম ৷

ছবি: ইনস্টাগ্রাম ৷

 • Share this:

  #কলকাতা: দেখতে দেখতে চলে এল ভাইফোঁটা। শনিবার রাত ১:৩২ মিনিট অবধি আছে দ্বিতীয়া তিথি। কামনায় বোন কিংবা দিদি ভাই কিংবা দাদার মঙ্গল কামনায় কপালে এঁকে দেন মঙ্গল তিলক ৷ যমের দুয়ারে কাঁটা দিতে এই প্রথা তো সেই কবে থেকে চলছে ৷ পিছিয়ে নেই টলিউডের সেলেবরাও ৷

  এদিন বোনের কাছ থেকে ফোঁটা নিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ৷ সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ভিলেন’৷ সেই ছবি বক্স অফিসে ভালই কামাল দেখাচ্ছে ৷ এমনিতেই মনটা খুশিতে ভরপুর ৷ তার উপর এদিন বোনের কাছ থেকে ভাইফোঁটার অনুষ্ঠানের আনন্দে মশগুল হতে দেখা গেল এই টলি-হিরোকে ৷ লুচি, মিষ্টি, বেগুন ভাজা, ছোলার ডালের মতো লোভনীয় খাবার দাবারের আয়োজন ৷

  তবে বোনের বয়সটা নাকি নায়কের চাইতে পনেরো বছরের ছোট ৷ তবুও ভাইফোঁটার মন্ত্র অনুযায়ী দাদাকেও ভাই বলতে হয় ৷ তা বলে পনেরো বছরের ছোট বোনও ভাই বলে ডাকায় তাজ্জব নায়ক ৷ বোনের থেকে ভাইফোঁটা নেওয়ার মুহূর্তটি বন্দি রইল ক্যামেরায় ৷ আর সেই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অঙ্কুশ নিজেই ৷ বোনের থেকে ফোঁটা নেওয়ার পর বোনকে উপহারও তুলে দিলেন তিনি ৷ কী উপহার দিলেন ? নিজেই দেখে নিন না সেই ভিডিও

  First published:

  Tags: Ankush Hazra, Bhaiphonta

  পরবর্তী খবর