প্রকাশ্যে এল ট্রেলার, পুজোয় হলে মুক্তির অপেক্ষায় যশ-মিমি-নুসরতের ছবি, দেখুন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
তবে ১৭ অক্টোবর মুক্তি পাবে তাঁদের ছবি৷ তার আগে খুলে যাচ্ছে সিনেমা হলগুলি৷ তাই পুজোয়ে জমিয়ে হলে এই ছবি দেখতে পারবেন দর্শকরা৷
#কলকাতা: অপেক্ষার শেষ৷ পুজোর আগেই দর্শকদের সামনে বড়পর্দায় আসছেন অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান(Nusrat Jahan) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মুক্তি পেতে চলেছে তাঁদের ছবি৷ 'এসওএস কলকাতা' (SOS Kolkata) ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের। ছবিটির টিজার ও ট্রেলার প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই এবং দর্শকদের মনে ধরেছে বেশ। নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী ছাড়াও বাংলা চলচ্চিত্রের স্টার যশকে ছবিতে দেখা যাবে। এসওএস কলকাতার টিজারে নুসরতকে দেখা গিয়েছে পুলিশ ইউনিফর্মে৷ তবে মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছে সাধারণ সাদা শাড়িতে৷
মিমি চক্রবর্তী, নুসরত জাহান এবং যশ অভিনীত এসওএস কলকাতা মুক্তি পাবে ১৭ অক্টোবর। তবে, বাংলা চলচ্চিত্রের দর্শকদের মধ্যে এ নিয়ে উত্তেজনা রয়েছে। তাত্পর্যপূর্ণভাবে, এই ছবিটি আনলক প্রক্রিয়া চলাকালীন ঘোষিত হয়েছিল। সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান সোশ্যাল মিডিয়া নিজের এই ছবির টিজার পোস্ট করেন৷ এবং পোস্ট করেন ছবির ট্রলারও৷ একেবারে অ্যাকশনে ঠাসা এই ছবিতে শুধু নায়ক নয়, নায়িকারাও রীতিমত ফাইট করেছেন!
advertisement
advertisement
advertisement
তবে কিছুদিন আগেই নুসরত জাহানকে নিয়ে তুমুল বিতর্ক হয়৷ মহালয়ায় দুর্গা রূপে তাঁর সাজ নিয়ে শুনতে হয় নানা রকম মন্তব্য৷ পড়তে হয় খুন-ধর্ষণের হুমকির সামনে৷ তাঁর ছবি নিষিদ্ধ ঘোষণা করার হুমকিও দেওয়া হয়৷ বর্তমানে লন্ডনে একটি ছবির শুটিংয়ের জন্য রয়েছেন অভিনেত্রী। সেখানেই বাধ্য হয়ে ভারতীয় হাই কমিশনের কাছে নিরাপত্তা চাইতে হয় নুসরতকে। এমনকী পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা ব্যবস্থার আর্জি জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
তবে ১৭ অক্টোবর মুক্তি পাবে তাঁদের ছবি৷ তার আগে খুলে যাচ্ছে সিনেমা হলগুলি৷ তাই পুজোয়ে জমিয়ে হলে এই ছবি দেখতে পারবেন দর্শকরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2020 4:50 PM IST