#কলকাতা: বিগত কয়েক সপ্তাহের ধারাই বজায় রইল। বাংলা ধারাবাহিকের টিআরপি (TRP) তালিকায় সবার আগে রইল জি বাংলার মিঠাই। গত সপ্তাহের থেকে রেটিং পয়েন্ট কিছুটা কমে ১১ হলেও, এক নম্বরে সেই মিঠাই। টিআরপি যুদ্ধে প্রত্যেক সপ্তাহেই জি বাংলা টেক্কা দিচ্ছে স্টার জলসাকে। আর তাই দুই নম্বরে রয়েছে জি বাংলারই অপরাজিতা অপু যার এই সপ্তাহে রেটিং পয়েন্ট ৯।
তিন নম্বরেও রয়েছে জি বাংলারই দুটি ধারাবাহিক- জীবন সাথী ও সর্বজয়া। সর্বজয়া জি বাংলার মাধ্যমে অভিনয়ে কামব্যাক করেছেন দেবশ্রী রায়। দুটি ধারাবাহিকেরই রেটিং পয়েন্ট ৮.৫। চার নম্বরেও নেই স্টার জলসা। জি বাংলার যমুনা ঢাকির রেটিং ফের বেড়ে এসপ্তাহে চার নম্বরে। এর রেটিং পয়েন্ট ৭.৯। পাঁচ নম্বরে রয়েছে জি বাংলার কৃষ্ণকলি যার রেটিং পয়েন্ট ৭.৮।
ছয় নম্বরে রয়েছে স্টার জলসার খড়কুটো। অনেকটাই টিআরপি তালিকায় পিছিয়ে গিয়েছে এই ধারাবাহিক। এবার এর রেটিং পয়েন্ট ৭.৩। এর পরে সাত নম্বরে আবার জি বাংলার কড়িখেলা যার রেটিং পয়েন্ট ৭.২। আট নম্বরে রয়েছে স্টার জলসার ধুলোকণা এবং এর রেটিং পয়েন্ট ৬.৭। নয় নম্বরে ৬.৫ রেটিং নিয়ে রয়েছে জি বাংলার রাসমণী। দশ নম্বরে নেমে এসেছে স্টার জলসার শ্রীময়ী যার রেটিং পয়েন্ট ৬.৪। রিয়্যালিটি শোয়ের মধ্যে এগিয়ে রয়েছে জি বাংলার ডান্স বাংলা ডান্স।
১) মিঠাই- ১১
২) অপরাজিতা অপু- ৯
৩) জীবন সাথী, সর্বজয়া- ৮.৫
৪) যমুনা ঢাকি- ৭.৯
৫) কৃষ্ণকলি- ৭.৮
৬) খড়কুটো- ৭.৩
৭) কড়িখেলা- ৭.২
৮) ধুলোকণা- ৬.৭
৯) রাসমণী- ৬.৫
১০) শ্রীময়ী- ৬.৪
৪) কৃষ্ণকলি, জীবন সাথী- ৭.৩
৫) যমুনা ঢাকি- ৭.২
৬) শ্রীময়ী- ৬.৯
৭) রাসমণী- ৬.৭
৮) ধূলোকণা, মহাপীঠ তারাপীঠ- ৬.৪
৯)কড়িখেলা- ৬.৩
১০) দেশের মাটি- ৫.৮
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali TV serial, TRP