#কলকাতা: পাভেলের ছবি মন খারাপ-এ অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য৷ পরিচালক পাভেলের সঙ্গে কাজ করতে পারায় তিনি খুব খুশি৷ লাদাখে বেড়াতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা, সেই সময় তাঁর কাছে ফোন আসে পাভালের (Pavel)৷ ছবির জন্য তাঁর সঙ্গে কথা বলতে চান পরিচালক৷ তারপর ধীরে ধীরে কথা এগিয়েছে৷ শুরু হয়েছে ছবির শ্যুটিংও৷ ছবিতে তাঁর চরিত্র নিয়ে খুব বেশি কথা বলতে চাননি প্রিয়াঙ্কা, তবে জানিয়েছেন যে মন খারাপ-এ তাঁর চরিত্রের ১১টি লুক রয়েছে৷ ফলে শ্যুটিং-এ সবার আগে তার কাজ শুরু আর সবার পরে প্যাক আপ, বলছেন প্রিয়াঙ্কা (Priyanka Bhattacharjee)৷
বালা (ছবির চিত্রনাট্য পাভেলের) ও রসগোল্লা দেখার পর থেকেই পাভেলদার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল৷ খুব ভাল মানুষ আর দারুণ যত্ন নিয়ে কাজ করে৷ সব দৃশ্য বুঝিয়ে দেয় সুন্দর করে, ফলে কাজটা অনেক সহজ হয়ে যায়, জানালেন প্রিয়াঙ্কা৷ প্রিয়াঙ্কা ছাড়া ছবিতে রয়েছেন অঙ্কুশ হাজরা, অপরাজিতা আঢ্য, কৌশিক সেন, রিদ্ধি সেন, বিদিপ্তা চক্রবর্তী৷ 'সকলেই আমার থেকে সিনিয়ার৷ আর সকলেই খুব সাপোর্টিভ৷ স্পষ্ট বললেন প্রিয়াঙ্কা৷ অঙ্কুশদাও আমার এই চরিত্র নিয়ে খুব খুশি৷ অন্যদিকে অপা-মা তো আমায় দেখে অবাক৷ কারণ কেউ জানত না যে আমি এই ছবিতে কাজ করছি৷ পাভেলদা আসলে বলতে বারণ করেছিল৷ তাই কাউকে কিছু বলিনি৷'
ছবিতে নিজের চরিত্র নিয়ে নয় বেশি কথা বলা যাবে না, তবে ছবিটা কেমন সেটা জানালেন অভিনেত্রী৷ ছবিতে মনোবিদের ভূমিকায় অঙ্কুশ৷ আর সব চরিত্রই কোনও না কোনও ভাবে ডিপ্রেশন বা হতাশাগ্রস্থ৷ তার মানে এই নয়, ছবিতে সেই ছাপ রয়েছে৷ ছবিতে সব রকমের অনুভূতি তুলে ধরেছেন পরিচালক৷ মন খারাপ-এর গল্প সব আবেগে ঠাসা৷ মজা-আনন্দ-দুঃখ, সবই পাবেন দর্শকরা ছবিতে৷ দীর্ঘদিন ঘরে থেকে সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে হতাশা৷ করোনা কালে এখন সত্যিই সকলের মন খারাপ৷ পাভেলের মন খারাপ কি সকলের মুখে হাসি ফোটাতে পারবে? সে উত্তর পাওয়া যাবে ছবি মুক্তির পর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pavel, Priyanka Bhattacharjee