হোম /খবর /বিনোদন /
বাবা-মা বলেছিলেন সুপাত্র নিয়ে আসবেন অভিনেত্রী মেয়ের জন্য, তবে যা আনলেন!

Priyanka Bhattacharjee: 'বাবা বলেছিলেন, কোনও এক ছেলে হাত আমার হাতে তুলে দেবেন, কিন্তু যা দিলেন!' প্রিয়াঙ্কার অসামান্য অভিজ্ঞতা

প্রিয়াঙ্কা ভট্টাচার্য

প্রিয়াঙ্কা ভট্টাচার্য

বিয়ের কথা শুনে বেশ ভয় পেয়ে যাই আমি, স্পষ্ট বলছেন প্রিয়াঙ্কা৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: একা বেড়াতে গিয়েছিলেন লাদাখ৷ তার মাঝেই বাবা-মা এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অভিনেত্রী কন্যার জন্য৷ অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee) ৷ ছোট পর্দা থেকে এখন তিনি বড় পর্দায় পা রেখেছেন৷ বেশ পরিচিত মুখ৷ তবে বিয়েতে বেশ আপত্তি তাঁর৷ একেবারেই চান না বিয়ে করতে৷ তিনি জানেন যে তাঁর বাবা-মাও মেয়ের এই সিদ্ধান্তে খুশি৷ তারাও মেয়ের বিয়ের ব্যাপারে একেবারেই চিন্তিত নন৷ মেয়ে নিজের পায়ে দাঁড়ান, জনপ্রিয়তার শিখরে পৌঁছোন, সেটাই বাবা-মা আশা করেন৷ ফলে বিয়ে নিয়ে বাড়িতে কোনও জোড়াজুড়ি নেই তাঁর৷ কিন্তু সেই বাবা-মা যখন মেয়ের জন্য ছেলে খুঁজে, চার হাত এক করার কথা জানিয়ে দিলেন প্রিয়াঙ্কাকে, তখন অভিনেত্রী খুবই অবাক হয়েছিলেন৷

প্রিয়াঙ্কা ভট্টাচার্য বলছেন যে, 'আমি তখন লাদাখে৷ একা গিয়েছি ট্যুরে৷ মা-বাবা ফোনে বলছেন যে আমার জন্য পাত্র খুঁজে নিয়েছেন৷ আমি ফিরে এলেই তার সঙ্গে আমার দেখা করিয়ে দেবেন৷ এ সব শুনে আমি অবাক তো হয়েছিলামই সঙ্গে ভয় পেয়েছিলাম৷ আমি একেবারেই বিয়ে করতে চাই না৷ কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না যে ওঁরা কেন এমন করছেন৷ আমি একা বেড়াতে গিয়েছি বলে কি ওঁরা রাগ করেছেন? মনে অনেক কিছু এসেছিল৷ তবে সঠিক কিছু বুঝে উঠতে পারিনি৷'

এরপর কলকাতা ফিরে আসার পালা প্রিয়াঙ্কাj৷ মনে ভয় নিয়ে তিনি নামেন বিমানবন্দরে৷ বারবার মায়ের থেকে ফোন এসেছিল যে পাত্রকে নিয়ে তাঁরা অপেক্ষা করছেন বিমানবন্দরের বাইরে৷ এবং কথা মত সেখানেই মেয়ের হাত তুলে দেওয়া হবে পাত্রের হাতে! প্রিয়াঙ্কা বাইরে আসতেই চোখে পড়ে তাঁর ভাই মোবাইলে শ্যুট করছেন গোটা বিষয়টি৷ ক্যামারের সামনে যিনি সবসময় স্বচ্ছন্দ, সেই প্রিয়াঙ্কাই যেন ঘাবড়ে যান৷ তবে শেষ পর্যন্ত যা হল, তাতে উচ্ছ্বসিত হয়ে পড়েন সুন্দরী৷ তাঁর মা একটি দামী গাড়ির চাবি তুলে দেন তাঁর হাতে এবং বলেন, 'এই সঙ্গীকে তোমার জন্য বেছে নিয়েছি আমরা!' সামনে দাঁড়িয়ে বিলাশবহুল জ্যাগুয়ার গাড়ি৷ প্রিয়াঙ্কা নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি প্রথমে৷ ধীরে ধীরে নিজেকে সামলে নেন তিনি৷

জন্মদিনে বাবা-মা এমন উপহার দিয়ে চমক দেবেন, ভাবতেও পারেননি নায়িকা৷ অভিনয় যাঁর পেশা, তাকেই নিজেদের জবরদস্ত অভিনয়ে চমকে দিলেন তাঁর বাবা ও মা!

Published by:Pooja Basu
First published:

Tags: Actress, Priyanka Bhattacharjee