Priyanka Bhattacharjee: 'বাবা বলেছিলেন, কোনও এক ছেলে হাত আমার হাতে তুলে দেবেন, কিন্তু যা দিলেন!' প্রিয়াঙ্কার অসামান্য অভিজ্ঞতা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বিয়ের কথা শুনে বেশ ভয় পেয়ে যাই আমি, স্পষ্ট বলছেন প্রিয়াঙ্কা৷
#কলকাতা: একা বেড়াতে গিয়েছিলেন লাদাখ৷ তার মাঝেই বাবা-মা এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অভিনেত্রী কন্যার জন্য৷ অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharjee) ৷ ছোট পর্দা থেকে এখন তিনি বড় পর্দায় পা রেখেছেন৷ বেশ পরিচিত মুখ৷ তবে বিয়েতে বেশ আপত্তি তাঁর৷ একেবারেই চান না বিয়ে করতে৷ তিনি জানেন যে তাঁর বাবা-মাও মেয়ের এই সিদ্ধান্তে খুশি৷ তারাও মেয়ের বিয়ের ব্যাপারে একেবারেই চিন্তিত নন৷ মেয়ে নিজের পায়ে দাঁড়ান, জনপ্রিয়তার শিখরে পৌঁছোন, সেটাই বাবা-মা আশা করেন৷ ফলে বিয়ে নিয়ে বাড়িতে কোনও জোড়াজুড়ি নেই তাঁর৷ কিন্তু সেই বাবা-মা যখন মেয়ের জন্য ছেলে খুঁজে, চার হাত এক করার কথা জানিয়ে দিলেন প্রিয়াঙ্কাকে, তখন অভিনেত্রী খুবই অবাক হয়েছিলেন৷
প্রিয়াঙ্কা ভট্টাচার্য বলছেন যে, 'আমি তখন লাদাখে৷ একা গিয়েছি ট্যুরে৷ মা-বাবা ফোনে বলছেন যে আমার জন্য পাত্র খুঁজে নিয়েছেন৷ আমি ফিরে এলেই তার সঙ্গে আমার দেখা করিয়ে দেবেন৷ এ সব শুনে আমি অবাক তো হয়েছিলামই সঙ্গে ভয় পেয়েছিলাম৷ আমি একেবারেই বিয়ে করতে চাই না৷ কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না যে ওঁরা কেন এমন করছেন৷ আমি একা বেড়াতে গিয়েছি বলে কি ওঁরা রাগ করেছেন? মনে অনেক কিছু এসেছিল৷ তবে সঠিক কিছু বুঝে উঠতে পারিনি৷'
advertisement
এরপর কলকাতা ফিরে আসার পালা প্রিয়াঙ্কাj৷ মনে ভয় নিয়ে তিনি নামেন বিমানবন্দরে৷ বারবার মায়ের থেকে ফোন এসেছিল যে পাত্রকে নিয়ে তাঁরা অপেক্ষা করছেন বিমানবন্দরের বাইরে৷ এবং কথা মত সেখানেই মেয়ের হাত তুলে দেওয়া হবে পাত্রের হাতে! প্রিয়াঙ্কা বাইরে আসতেই চোখে পড়ে তাঁর ভাই মোবাইলে শ্যুট করছেন গোটা বিষয়টি৷ ক্যামারের সামনে যিনি সবসময় স্বচ্ছন্দ, সেই প্রিয়াঙ্কাই যেন ঘাবড়ে যান৷ তবে শেষ পর্যন্ত যা হল, তাতে উচ্ছ্বসিত হয়ে পড়েন সুন্দরী৷ তাঁর মা একটি দামী গাড়ির চাবি তুলে দেন তাঁর হাতে এবং বলেন, 'এই সঙ্গীকে তোমার জন্য বেছে নিয়েছি আমরা!' সামনে দাঁড়িয়ে বিলাশবহুল জ্যাগুয়ার গাড়ি৷ প্রিয়াঙ্কা নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি প্রথমে৷ ধীরে ধীরে নিজেকে সামলে নেন তিনি৷
advertisement
advertisement
advertisement
advertisement
জন্মদিনে বাবা-মা এমন উপহার দিয়ে চমক দেবেন, ভাবতেও পারেননি নায়িকা৷ অভিনয় যাঁর পেশা, তাকেই নিজেদের জবরদস্ত অভিনয়ে চমকে দিলেন তাঁর বাবা ও মা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2021 4:24 PM IST