Suhotra Mukherjee: বিয়ে 'বয়কট' করলেন সুহোত্র! আচমকা হলটা কী? অভিনেতার ঘোষণা শুনে তাজ্জব অনুরাগীরা

Last Updated:

Suhotra Mukherjee: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ে 'বয়কট'-এর ডাক দিলেন অভিনেতা৷ আচমকা হলটা কী 'ডাকঘর' ওয়েব সিরিজ় খ্যাত অভিনেতার? এমন ঘোষণা শুনেই হতবাক অনুরাগীরা৷

বিয়ে 'বয়কট' করলেন সুহোত্র!
বিয়ে 'বয়কট' করলেন সুহোত্র!
টলিপাড়ায় এখন বিয়ের মরশুম চলছে৷ একাধিক তারকারা বিয়ের পিঁড়িতে বসেছেন চলতি বছরে৷ প্রতি মুহূর্তেই তারকাদের বিয়ের আপডেট আসছে৷ সোশ্যাল মিডিয়া খুললেই তারকাদের বিয়ে থেকে রিসেপশনের ছবিতে ভরে গিয়েছে৷ একদিকে তারকা সাতপাকে বাঁধা পড়ছেন অন্যদিকে বিয়ের মরশুমে বিয়ে বয়কট করলেন টলি অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ে ‘বয়কট’-এর ডাক দিলেন অভিনেতা৷ আচমকা হলটা কী ‘ডাকঘর’ ওয়েব সিরিজ় খ্যাত অভিনেতার? এমন ঘোষণা শুনেই হতবাক অনুরাগীরা৷ কেন হঠাৎ বিয়ে না করার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন অনুরাগীরা৷ তবে অভিনেতা কেন এমন সিদ্ধান্ত নিলেন তা খোলসা করে নিজেই বলেছেন৷ আর কারণটা সত্যিই অবাক হওয়ার মতোনই৷
advertisement

View this post on Instagram

A post shared by Hoichoi (@hoichoi.tv)

advertisement
advertisement
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করছেন অভিনেতা৷ যেখানে নিজের বারান্দা থেকে একটি বিয়ের মন্ডপ দেখা যাচ্ছে, সেখানে সানাই বাজছে৷ ভিডিওতে সুহোত্র বলছেন, এই যে আমার বাড়ির সামনে প্রায় প্রতিদিন কেউ না কেউ বিয়ে করে চলে যাচ্ছে, কিন্তু তাঁরা কেউই আমাকে নিমন্ত্রণ করছে না৷ কিন্তু বিয়ে দেখে আমার খাবার খেতে ইচ্ছা করছে, তবে কেউ তো আমাকে নিমন্ত্রণ করেনি তাই আমি এই বিয়েগুলো বয়কট করলাম৷ এই ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়৷ সকলেই অভিনেতার মনের অবস্থা বুঝতে পারছেন৷ কোনও বিয়েবাড়ি থেকে নিমন্ত্রণ না পেয়ে বেজায় চটেছেন অভিনেতা৷
advertisement
খুব অল্প সময়ের মধ্যেই টলিপাড়ায় নিজের আলাদা একটা পরিচিতি তৈরি করে ফেলেছেন ‘ডাকঘর’ ওয়েব সিরিজ় খ্যাত অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়৷ নিজের একটি আলাদা ফ্যানবেসও রয়েছে তাঁর৷ সম্প্রতি ‘নন্দিনী’ ওয়েব সিরিজ়ে সুহোত্রকে দেখেছেন দর্শক । আগামী সপ্তাহে মুক্তি পাবে একেনবাবুর নতুন ওয়েব সিরিজ় ‘টুংকুলুং-এ একেন ‘। এই সিরিজ়ে আগের মতোই বাপির চরিত্রে সুহোত্রকে দেখা যাবে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Suhotra Mukherjee: বিয়ে 'বয়কট' করলেন সুহোত্র! আচমকা হলটা কী? অভিনেতার ঘোষণা শুনে তাজ্জব অনুরাগীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement