Suhotra Mukherjee: বিয়ে 'বয়কট' করলেন সুহোত্র! আচমকা হলটা কী? অভিনেতার ঘোষণা শুনে তাজ্জব অনুরাগীরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Suhotra Mukherjee: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ে 'বয়কট'-এর ডাক দিলেন অভিনেতা৷ আচমকা হলটা কী 'ডাকঘর' ওয়েব সিরিজ় খ্যাত অভিনেতার? এমন ঘোষণা শুনেই হতবাক অনুরাগীরা৷
টলিপাড়ায় এখন বিয়ের মরশুম চলছে৷ একাধিক তারকারা বিয়ের পিঁড়িতে বসেছেন চলতি বছরে৷ প্রতি মুহূর্তেই তারকাদের বিয়ের আপডেট আসছে৷ সোশ্যাল মিডিয়া খুললেই তারকাদের বিয়ে থেকে রিসেপশনের ছবিতে ভরে গিয়েছে৷ একদিকে তারকা সাতপাকে বাঁধা পড়ছেন অন্যদিকে বিয়ের মরশুমে বিয়ে বয়কট করলেন টলি অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ে ‘বয়কট’-এর ডাক দিলেন অভিনেতা৷ আচমকা হলটা কী ‘ডাকঘর’ ওয়েব সিরিজ় খ্যাত অভিনেতার? এমন ঘোষণা শুনেই হতবাক অনুরাগীরা৷ কেন হঠাৎ বিয়ে না করার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন অনুরাগীরা৷ তবে অভিনেতা কেন এমন সিদ্ধান্ত নিলেন তা খোলসা করে নিজেই বলেছেন৷ আর কারণটা সত্যিই অবাক হওয়ার মতোনই৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন- বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক! ঐশ্বর্যর সঙ্গে কি পাকাপাকি ভাবে সংসার ভাঙছেন অমিতাভ পুত্র?
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করছেন অভিনেতা৷ যেখানে নিজের বারান্দা থেকে একটি বিয়ের মন্ডপ দেখা যাচ্ছে, সেখানে সানাই বাজছে৷ ভিডিওতে সুহোত্র বলছেন, এই যে আমার বাড়ির সামনে প্রায় প্রতিদিন কেউ না কেউ বিয়ে করে চলে যাচ্ছে, কিন্তু তাঁরা কেউই আমাকে নিমন্ত্রণ করছে না৷ কিন্তু বিয়ে দেখে আমার খাবার খেতে ইচ্ছা করছে, তবে কেউ তো আমাকে নিমন্ত্রণ করেনি তাই আমি এই বিয়েগুলো বয়কট করলাম৷ এই ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়৷ সকলেই অভিনেতার মনের অবস্থা বুঝতে পারছেন৷ কোনও বিয়েবাড়ি থেকে নিমন্ত্রণ না পেয়ে বেজায় চটেছেন অভিনেতা৷
advertisement
খুব অল্প সময়ের মধ্যেই টলিপাড়ায় নিজের আলাদা একটা পরিচিতি তৈরি করে ফেলেছেন ‘ডাকঘর’ ওয়েব সিরিজ় খ্যাত অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়৷ নিজের একটি আলাদা ফ্যানবেসও রয়েছে তাঁর৷ সম্প্রতি ‘নন্দিনী’ ওয়েব সিরিজ়ে সুহোত্রকে দেখেছেন দর্শক । আগামী সপ্তাহে মুক্তি পাবে একেনবাবুর নতুন ওয়েব সিরিজ় ‘টুংকুলুং-এ একেন ‘। এই সিরিজ়ে আগের মতোই বাপির চরিত্রে সুহোত্রকে দেখা যাবে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 1:34 PM IST