Suhotra Mukherjee: বিয়ে 'বয়কট' করলেন সুহোত্র! আচমকা হলটা কী? অভিনেতার ঘোষণা শুনে তাজ্জব অনুরাগীরা

Last Updated:

Suhotra Mukherjee: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ে 'বয়কট'-এর ডাক দিলেন অভিনেতা৷ আচমকা হলটা কী 'ডাকঘর' ওয়েব সিরিজ় খ্যাত অভিনেতার? এমন ঘোষণা শুনেই হতবাক অনুরাগীরা৷

বিয়ে 'বয়কট' করলেন সুহোত্র!
বিয়ে 'বয়কট' করলেন সুহোত্র!
টলিপাড়ায় এখন বিয়ের মরশুম চলছে৷ একাধিক তারকারা বিয়ের পিঁড়িতে বসেছেন চলতি বছরে৷ প্রতি মুহূর্তেই তারকাদের বিয়ের আপডেট আসছে৷ সোশ্যাল মিডিয়া খুললেই তারকাদের বিয়ে থেকে রিসেপশনের ছবিতে ভরে গিয়েছে৷ একদিকে তারকা সাতপাকে বাঁধা পড়ছেন অন্যদিকে বিয়ের মরশুমে বিয়ে বয়কট করলেন টলি অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ে ‘বয়কট’-এর ডাক দিলেন অভিনেতা৷ আচমকা হলটা কী ‘ডাকঘর’ ওয়েব সিরিজ় খ্যাত অভিনেতার? এমন ঘোষণা শুনেই হতবাক অনুরাগীরা৷ কেন হঠাৎ বিয়ে না করার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন অনুরাগীরা৷ তবে অভিনেতা কেন এমন সিদ্ধান্ত নিলেন তা খোলসা করে নিজেই বলেছেন৷ আর কারণটা সত্যিই অবাক হওয়ার মতোনই৷
advertisement

View this post on Instagram

A post shared by Hoichoi (@hoichoi.tv)

advertisement
advertisement
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও শেয়ার করছেন অভিনেতা৷ যেখানে নিজের বারান্দা থেকে একটি বিয়ের মন্ডপ দেখা যাচ্ছে, সেখানে সানাই বাজছে৷ ভিডিওতে সুহোত্র বলছেন, এই যে আমার বাড়ির সামনে প্রায় প্রতিদিন কেউ না কেউ বিয়ে করে চলে যাচ্ছে, কিন্তু তাঁরা কেউই আমাকে নিমন্ত্রণ করছে না৷ কিন্তু বিয়ে দেখে আমার খাবার খেতে ইচ্ছা করছে, তবে কেউ তো আমাকে নিমন্ত্রণ করেনি তাই আমি এই বিয়েগুলো বয়কট করলাম৷ এই ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়৷ সকলেই অভিনেতার মনের অবস্থা বুঝতে পারছেন৷ কোনও বিয়েবাড়ি থেকে নিমন্ত্রণ না পেয়ে বেজায় চটেছেন অভিনেতা৷
advertisement
খুব অল্প সময়ের মধ্যেই টলিপাড়ায় নিজের আলাদা একটা পরিচিতি তৈরি করে ফেলেছেন ‘ডাকঘর’ ওয়েব সিরিজ় খ্যাত অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়৷ নিজের একটি আলাদা ফ্যানবেসও রয়েছে তাঁর৷ সম্প্রতি ‘নন্দিনী’ ওয়েব সিরিজ়ে সুহোত্রকে দেখেছেন দর্শক । আগামী সপ্তাহে মুক্তি পাবে একেনবাবুর নতুন ওয়েব সিরিজ় ‘টুংকুলুং-এ একেন ‘। এই সিরিজ়ে আগের মতোই বাপির চরিত্রে সুহোত্রকে দেখা যাবে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Suhotra Mukherjee: বিয়ে 'বয়কট' করলেন সুহোত্র! আচমকা হলটা কী? অভিনেতার ঘোষণা শুনে তাজ্জব অনুরাগীরা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement