Partha Sarathi Deb: গুরুতর অসুস্থ অভিনেতা পার্থসারথি দেব! রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Sayani Rana
Last Updated:
টলিপাড়ার এক অতি পরিচিত মুখ পার্থসারথি দেব। অসুস্থ হয়ে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। টানা ৩৫ দিন রয়েছেন হাসপাতালে। জানা গিয়েছে, ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
কলকাতা: টলিপাড়ার এক অতি পরিচিত মুখ পার্থসারথি দেব। অসুস্থ হয়ে বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। টানা ৩৫ দিন রয়েছেন হাসপাতালে। জানা গিয়েছে, ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
প্রায় ৪০ বছর তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত। তাঁর অনবদ্য অভিনয় মনে ছুঁয়ে গিয়েছে দর্শকদের। প্রায় ২০০টিরও বেশি ছবিতে তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি নাটকের মঞ্চেও তিনি সমান সাবলীল। শুধু তাই নয় ছোট পর্দাতেও নানা চরিত্রে তিনি মন কেড়েছেন দর্শদের। ‘চুনী-পান্না’, ‘জয়ী’র মতো জনপ্রিয় সব মেগায় গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। তবে শারীরিক দিক থেকে বিগত কিছুদিন নানা সমস্যায় ভুগছিলেন অভিনেতা। সিওপিডির সমস্যায় বহুদিন ধরে ভুগছেন তিনি।
advertisement
advertisement
তবে শুধু এটাই নয় এক সংবামাধ্যম সূত্রে খবর, নিউমোনিয়াও ধরা পড়েছে তাঁর। আর সেখান থেকেই বুকে ছড়িয়েছে সংক্রমণ। সবটা মিলিয়ে অবস্থা গুরুতর হয়ে পড়ায় বর্তমানে তিনি একটি হাসপাতালের চিকিৎসাধীন। জানা গিয়েছে টানা ৩৫ দিন তিনি রয়েছেন Iccu তে।
advertisement
অভিনেতার অসুস্থতার খবরে টলিপাড়ার সহকর্মীরাও চিন্তিত। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রসঙ্গত, বছর দুয়েক আগেও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2024 4:20 PM IST










