হোম /খবর /বিনোদন /
প্রয়াত মায়া ঘোষ, নাট্যজগতে শোকের ছায়া

প্রয়াত মায়া ঘোষ, নাট্যজগতে শোকের ছায়া

একেবারে পাড়ার থিয়েটার থেকে তাঁর মঞ্চের যাত্রা শুরু৷ তখন থেকেই অভিনয়ের দিকে ঝোঁক শুরু হয়৷

  • Share this:

#কলকাতা: প্রয়াত বিশিষ্ট মঞ্চ অভিনেত্রী মায়া ঘোষ। আজ সন্ধ্যে ৭ টা ৪৫ নাগাদ শ্রীরামপুরের এক বেসরকারি নার্সিংহোমে মায়া ঘোষের মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা অসুখের ভুগছিলেন। গতকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং আজ সন্ধ্যেতে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া শহরের নাট্য জগতে।

একেবারে পাড়ার থিয়েটার থেকে তাঁর মঞ্চের যাত্রা শুরু৷ তখন থেকেই অভিনয়ের দিকে ঝোঁক শুরু হয়৷ তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, অভিনয়কে তিনি অনেকটাই স্বাভাবিক প্রবৃত্তির মতো দেখেছিলেন৷ সেটা প্রথমেই তিনি বুঝে নিয়েছিলেন৷

আরও পড়ুন: অভিষেকের সভার মাইকে শান্তিকুঞ্জের শান্তিভঙ্গ? মিটার হাতে মাপছে পুলিশ

অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার কথা তিনি বলেছেন একাধিকবার৷ অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করতে শুরু করেন৷ সেখানেই তিনি নাটকের অ-আ-ক-খ শিখেছিলেন বলে জানিয়েছিলেন তিনি৷

নান্দীকার থেকে বেরিয়ে আসার পর থিয়েটার ওয়ার্কশপের হয়ে কাজ করতে শুরু করেন তিনি৷ সেখানে তিনি ‘রাজরক্ত’-এর মতো নাটকে তিনি অভিনয় করেছেন৷ ১৯৮৭ সালে ‘বেলা অবেলার গল্প’ নাটকে তাঁর অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার৷ ‘মঞ্চে জীবন’-নামে রুশতি সেনের সম্পাদনায় তিনি একটি বই লিখেছিলেন, বলা চলে সেটিই মায়ার জীবনের একমাত্র দলিল৷

Published by:Uddalak B
First published:

Tags: Bengali Theatre