The Tale of a Santa and his Moth : বিশ্ব মঞ্চে বাঙালি পরিচালকের ছবি! 'কান'-এ অনীকের 'দ্য টেল অফ সান্টা অ্যান্ড হিজ মথ'
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
The Tale of a Santa and his Moth : বাঙালি পরিচালক অনীক চৌধুরী পরিচালিত 'দ্য টেল অফ সান্টা অ্যান্ড হিজ মথ' ছবিটি আজ ১৯ মে কান চলচ্চিত্র উৎসবের 'মার্কেট সেকশনে' দেখানো হচ্ছে।
#কলকাতা: স্বল্প দৈর্ঘ্যের ছবির পরিকল্পনা থেকে যাত্রা শুরু। সেই যাত্রা পৌঁছল কান চলচ্চিত্র উৎসবে। বাঙালি পরিচালক অনীক চৌধুরী পরিচালিত 'দ্য টেল অফ সান্টা অ্যান্ড হিজ মথ' ছবিটি আজ ১৯ মে কান চলচ্চিত্র উৎসবের 'মার্কেট সেকশনে' দেখানো হচ্ছে। তৃতীয় বিশ্বের দেশের বহু মানুষই আর্থিক সঙ্কট, প্রতিনিয়ত জীবন যুদ্ধ ইত্যাদির সঙ্গে পরিচিত। এই ছবিতেও এমনই এক বাবা-মেয়ের রোজকার জীবন, পাওয়া, না পাওয়াক চিত্র উঠে এসেছে এই ছবিতে।
আজ এই ছবি কান চলচ্চিত্র উৎসবে পৌঁছে গিয়েছে। কিন্তু, 'চলো কিছু করা যাক', এভাবেই শুরু হয়েছিল এই ছবির যাত্রা। নিউজ ১৮ বাংলাকে পরিচালক অনীক চৌধুরী বলছেন, "অভিনেতা পবন চোপড়া হঠাৎ একদিন বললেন, 'চল কুছ করতে হ্যায়'। এই মহামারী পরিস্থিতির জন্য আমরা প্রায় সবাই মানসিক ভাবে ক্লান্ত ছিলাম। সবার একটা বিরতি দরকার ছিল।" এভাবেই এই ছবির সূচনা।
advertisement

advertisement
তবে এটি একটি ফিচার ছবি হবে, এমন ভাবেননি অনীক। কলকাতাতেই ছবির শ্যুটিং হয় প্রথমে। প্রথমে স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবেই শ্যুটিং শুরু হয়। তার পরে ছবির দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পরিচালক। ছবিতে উঠে এসেছে এক বিপত্নীক বাবার কথা যিনি উভকামী। আর তার মেয়ে এক জটিল রোগে আক্রান্ত। প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে নিজের মেয়েকে শারীরিক ভাবে সারিয়ে তুলতে, শয্যাশায়ী মেয়ের ছোট ছোট ইচ্ছে পূরণ করতে এক বাবার জীবন যুদ্ধ দেখা যাবে এই ছবিতে। এই গল্প হয়তো তৃতীয় বিশ্বের দেশগুলির অধিকাংশ ঘরেই লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের কথা উঠে এসেছে এই ছবিতে।
advertisement

ছবি কান চলচ্চিত্র উৎসবে যাওয়ায় স্বাভাবিক ভাবেই গোটা ছবির কলাকুশলী খুবই আনন্দিত। তবে অনীকের কথায়, "অবশ্যই ভাল লাগছে। তবে আমি ছবির ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। কীভাবে আরও মানুষের কাছে ছবিটা পৌঁছে দেওয়া যায় সেটা নিয়েই ভাবছি। কানের থেকে বড় মঞ্চ কিছু হয় না। তাই গোটা টিমই খুব এক্সাইটেড। তবে এমনিতেই শান্ত প্রকৃতির এসব ব্যাপারে। সেই অভিব্যক্তি নেই। এখন ভাবছি এর পরে কী? পরের ছবিগুলি নিয়ে ভাবনা চিন্তা চলছে।"
advertisement
ছবিটিতে পবন চোপড়া ছাড়াও অভিনয় করেছেন উষা বন্দ্যোপাধ্যায়। বাবা মেয়ের ভূমিকায় এঁদেরই দেখা যাবে। বৃদ্ধ বাবার চরিত্রটি অভিনেতার। ক্রিসমাসে সেই বাবা সান্টা ক্লজ রূপে মেয়ের ইচ্ছে পূরণ করবে।
Location :
First Published :
May 19, 2022 5:27 PM IST