Pallavi Dey death case : পল্লবীর মৃত্যুর ঘটনায় গভীর জট! পরিচারিকার বয়ানই কি এবার বিশেষ রূপ নেবে?

Last Updated:

Pallavi Dey death case : পল্লবীর মা সঙ্গীতা দে, তিনি মেয়ের সম্বন্ধে বলতে গিয়ে সেই অবনতির কথা জানান।

পল্লবীর মৃত্যুর ঘটনায় গভীর জট! পরিচারিকার বয়ানই কি এবার বিশেষ রূপ নেবে?
পল্লবীর মৃত্যুর ঘটনায় গভীর জট! পরিচারিকার বয়ানই কি এবার বিশেষ রূপ নেবে?
#কলকাতা: অভিনেত্রী পল্লবী দে-র ময়নাতদন্তের রিপোর্টে, চিকিৎসক পুলিশকে জানিয়েছে, মৃত্যুর কারণ আত্মহত্যা। সেই রিপোর্ট পাওয়ার পর অভিযুক্ত সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে খুনের মামলা দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আনুসঙ্গিক আরও কিছু ধারা যোগ করা হয়েছে। সেই মামলায় গতকাল গরফা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। বুধবার সাগ্নিককে আলিপুর আদালতে তুললে, আদালত তাকে ২৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পল্লবীর সঙ্গে সাগ্নিকের সম্পর্কের অবনতি ঘটছিল প্রতিদিন। পল্লবীর মা সঙ্গীতা দে, তিনি মেয়ের সম্বন্ধে বলতে গিয়ে সেই অবনতির কথা জানান। সাগ্নিকের সঙ্গে পল্লবী যে সংসার করতে পারবেন না, সেটা সঙ্গীতা এর আগেও পল্লবীকে বুঝিয়ে ছিলেন। পল্লবী সেটা বুঝতে চাননি।
পল্লবীর দিদি পৌলোমী বোনের সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন,'বোন উশৃংক্ষল ছিল। যেটা মনে করত, সেটাই করত। কারও বারণ শুনত না। যার পরিণতি এটাই।' যেখানে ময়নাতদন্তের রিপোর্টে বলছে আত্মহত্যা। সেখানে খুনের অভিযোগ ভিত্তিহীন বলে মনে করছেন অনেকেই। এই মামলাটি যে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার চার্জশিট হবে, সেটা আগে থেকেই বলছেন আইনজীবীরা।
advertisement
advertisement
যদিও এখনও পর্যন্ত মামলাটি অভিযোগের পর্যায়ে রয়েছে। তবে মামলাটি তদন্তের গতি পেতে চলেছে পল্লবী এবং সাগ্নিকের পরিচারিকা জবানবন্দিতে। পরিচারিকা সেলিমা সর্দার জানান,'দাদা বৌদি প্রায়ই ঝগড়া করত। ঝগড়ার সময়ে দাদা দেয়ালে ঘুসি মারত এবং বৌদি নিজের গালে নিজে চড় মারত আর কাঁদত।'
advertisement
ওই দুজনের সম্পর্কের মধ্যে তৃতীয় মহিলা ঐন্দ্রিলা। সেই ঐন্দ্রিলা গতকাল সাগ্নিকের সঙ্গে সম্পর্ক ,পরিচিতির কথা অস্বীকার করেছিলেন। তবে সেলিমা বলেছিলেন,'সকালবেলা বৌদি (পল্লবী) ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলে। ফ্ল্যাটে ঐন্দ্রিলা এবং সাগ্নিক থাকতো। এছাড়া ঐন্দ্রিলা মাঝে মাঝে আসত, যখন বৌদি থাকত না।' পরিচারিকার এই বয়ানই বিশেষ করে নতুন মোড় এনে দিয়েছে এই ঘটনায়। যদিও ঐন্দ্রিলা এই অভিযোগ অস্বীকার করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey death case : পল্লবীর মৃত্যুর ঘটনায় গভীর জট! পরিচারিকার বয়ানই কি এবার বিশেষ রূপ নেবে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement