Pallavi Dey death case : 'পল্লবী সেই রাতে থেকে যেতে বলে'! তার পরে কী হয়েছিল, বললেন ঐন্দ্রিলা

Last Updated:

Pallavi Dey : পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকা এও জানিয়েছেন যে, অভিনেত্রী শ্যুটিংয়ে বেরিয়ে গেলে আসতেন ঐন্দ্রিলা।

পল্লবী সেই রাতে থেকে যেতে বলে'! তার পরে কী হয়েছিল, বললেন ঐন্দ্রিলা
পল্লবী সেই রাতে থেকে যেতে বলে'! তার পরে কী হয়েছিল, বললেন ঐন্দ্রিলা
#কলকাতা: পল্লবী দে-র মৃত্যুর ঘটনায় একের পরে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই ঘটনায় মূল অভিযুক্ত তথা পল্লবীর বয়ফ্রেন্ড সাগ্নিক চক্রবর্তীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় নাম জড়িয়ে ঐন্দ্রিলা মুখোপাধ্যায় নামে আর এক মহিলার। ঐন্দ্রিলার সঙ্গে সাগ্নিকের সম্পর্কের কারণে পল্লবীর সঙ্গে কথা কাটাকাটি লেগে থাকত বলে শোনা যায়।
পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকা এও জানিয়েছেন যে, অভিনেত্রী শ্যুটিংয়ে বেরিয়ে গেলে আসতেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন। ঐন্দ্রিলা সংবাদমাধ্যমকে বলেছেন, "পল্লবীর মৃত্যু সত্যিই বড় ধাক্কা। এত সফল হওয়ার পরেও কীভাবে একটা মেয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারে। ওর সঙ্গে আমার ভাল সম্পর্ক ছিল, ভাল কথাবার্তা হতো। ওর থেকে একটা পজিটিভিটি পেতাম। জানি না কী কারণে ও এমন একটা সিদ্ধান্ত নিল।"
advertisement
পল্লবী ও সাগ্নিকের সম্পর্ক নিয়ে ঐন্দ্রিলা বলছেন, "ওদের সম্পর্কে অশান্তি লেগেই থাকত। কিন্তু আবার দেখতাম, মিল হয়ে যেত। একসঙ্গেই থাকত, বেরোতো। ওদের পরিবার যখন মেনে নিয়েছিল তখন একজন তৃতীয় ব্যক্তি হয়ে আমার কিছু বলা সাজে না।"
advertisement
ঐন্দ্রিলা জানিয়েছেন, পল্লবীর ফ্ল্যাটে তিনি একবারই গিয়েছিলেন। সেই রাতে সাগ্নিকের রক্ত বমি হয়। পরের দিন সকালেই পল্লবীর কলটাইম ছিল। তাই পল্লবী তাঁকে সেই রাতে থেকে যেতে বলেন। আরও দুই বন্ধু ছিল। ওরাও অফিসের জন্য বেরিয়ে যায়। এর পরে কাজের দিদি আসেন। ঐন্দ্রিলা জানান, ওই দিনের কথাই কাজের দিদি বলেছেন।
advertisement
ঐন্দ্রিলা জানিয়েছেন সাগ্নিকের গ্রেফতারি সম্পর্কে তাঁর কিছু বলার নেই। পাশাপাশি তাঁর কথায়, "পুলিশি তদন্তে ১০০ শতাংশ সাহায্য করবো। যেটুকু পল্লবীকে আমি কাছ থেকে দেখেছি সব বলব। তার বাইরে যেগুলি মিথ্যে আমি বলব না।"
এর আগে ২০১৪ সালে সাগ্নিকের আরও এক প্রাক্তন সৌমীও নাকি আত্মঘাতী হয়েছিলেন। সৌমীর পরিবারের দাবি, এই সাগ্নিকের জন্যই তাঁদের মেয়ে আত্মঘাতী হয়েছিলেন। এই ঘটনায়ও সাগ্নিকের সঙ্গে নাম জড়িয়েছে ঐন্দ্রিলারও। সৌমীর মার দাবি, সাগ্নিকের সঙ্গে বহুদিনের সম্পর্ক ঐন্দ্রিলার। তাঁর মেয়ের জন্যও এরা দুজনেই দায়ী।
advertisement
এই বিষয়ে ঐন্দ্রিলা বলছেন, "সাগ্নিককে আমি বহু বছর ধরেই চিনি। ১১ বছর ধরে পরস্পরের পরিবারকে চিনি। সৌমী যেদিন আত্মঘাতী হয়, খবরটা পেয়ে আমায় সাগ্নিক নিয়ে যায়। আমি সৌমীকে চিনতাম না সরাসরি।"
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey death case : 'পল্লবী সেই রাতে থেকে যেতে বলে'! তার পরে কী হয়েছিল, বললেন ঐন্দ্রিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement