Usha Uthup Biography: 'ক্যুইন অফ ইন্ডিয়ান পপ' উষা উত্থুপ, জীবনের অজানা গল্প বললেন প্রকাশিত জীবনীতে

Last Updated:

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে নিজের এই জীবনীর (Usha Uthup Biography) প্রকাশ করেন গায়িকা নিজেই।

Usha Uthup Biography
Usha Uthup Biography
#কলকাতা: অক্সফোর্ড বুকস্টোরে এক্সক্লুসিভ প্রকাশ হল বিশ্বের অন্যতম জনপ্রিয় গায়িকা উষা উত্থুপের জীবনী (Usha Uthup Biography)। বইটির নাম 'দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ: দ্য অথরাইজড বায়োগ্রাফি অফ উষা উত্থুপ'। এটি আসলে লেখা হয়েেছ হিন্দিতে, লিখেছেন বিকাশ ঝা। লেখকের মেয়ে সৃষ্টি ঝা এই বইটির ভাষান্তর করেছেন। এই বই প্রকাশিত হয়েছে পেঙ্গুইন র‍্যান্ডম হাউজ ইন্ডিয়া থেকে। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে নিজের এই জীবনীর (Usha Uthup Biography) প্রকাশ করেন গায়িকা নিজেই।
এদিন তাঁর জীবনের নানা অধ্যায় নিয়েও উপস্থিত সকলের সঙ্গে গল্প ভাগ করে নেন পপ-কুইন উষা উত্থুপ। উপস্থিত ছিলেন সৃষ্টি ঝা-ও। তাঁর সঙ্গে আলোচনার মাধ্যমেই উষা উত্থুপ জানান, একজন সাধারণ মেয়ে থেকে কীভাবে তিনি দেশের অন্যতম জনপ্রিয় পপ গায়িকা হয়ে উঠলেন। মুম্বইতে তাঁর কাটানো ছোটবেলার কথাও শেয়ার করেন গায়িকা। জ্যাজ ব্যান্ডের সঙ্গে প্রথম চেন্নাইতে পারফরম্যান্সের কথাও জানান উষা উত্থুপ।
advertisement
আরও পড়ুন: করণ জোহরের হাত ধরে বলিউডে আরেক স্টারকিড, দেখুন নতুন নায়িকা শানায়া কাপুরকে!
বই নিয়ে নানা প্রশ্ন এবং উপস্থিত দর্শকের সঙ্গেও প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়েছিলেন উষা উত্থুপ। নিজের জীবন ও কেরিয়ারের বিভিন্ন ওঠা-পড়া, সুখ-দুঃখের গল্প বলেন গায়িকা। এর পর অবশ্যই নিজের গানের একটি অনুষ্ঠান করেন তিনি। সেখানে তিনি 'কেয়ার অফ কলকাতা', 'ডার্লিং' এবং 'স্কাইফল'-এর মতো হিট গানগুলি গেয়ে শোনান। নিজের জীবনী নিয়ে উষা উত্থুপ বলেছেন, 'আমি প্রায় ৫০ বছর ধরে সম্মানীয় অক্সফোর্ড বুকস্টোরের সঙ্গে জড়িত। কলকাতা তথা ভারতে আজ এটি প্রথম প্রকাশিত হল। অক্সফোর্ড বুকস্টোরে একটা আলাদা জাদু আছে। ট্রিঙ্কাসে গান গাওয়ার সময় থেকেই এখানে আসতাম। এখানে আমার জীবনীর মুক্তি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।'
advertisement
advertisement
আরও পড়ুন: দীপিকার প্রাক্তন নীহারকে একবার ঘুষি মেরেছিলেন রণবীর কাপুর! কেন জানেন?
২০২০ সালেই পেশাদার গায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে ৫০ বছর পূর্ণ করেছেন উষা উত্থুপ। তাঁর কণ্ঠে হরি ওম হরি, রাম্বা হো, জিতে হ্যায় শান সে-র মতো অজস্র হিট গান শ্রোতারা দশকের পর দশক ধরে উপভোগ করে গিয়েছেন। ভারতের একাধিক আঞ্চলিক ভাষার পাশাপাশি বিদেশি ভাষাতেও গান গেয়েছেন উষা। বাংলা, হিন্দি, ইংরেজির পাশাপাশি জার্মান, ইটডালিয়ান, সিংহলি- কোন ভাষার গান নেই সেই তালিকায়? ভারতের পপ আইকন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ের মতো নানা অজানা কাহিনি রয়েছে 'ক্যুইন অফ ইন্ডিয়ান পপ' বইটিতে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Usha Uthup Biography: 'ক্যুইন অফ ইন্ডিয়ান পপ' উষা উত্থুপ, জীবনের অজানা গল্প বললেন প্রকাশিত জীবনীতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement