Shanaya Kapoors Debut: করণ জোহরের হাত ধরে বলিউডে আরেক স্টারকিড, দেখুন নতুন নায়িকা শানায়া কাপুরকে!

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় এদিন ধর্মা প্রোডাকশনের আগামী ছবি 'বেধড়ক'-এর ঘোষণা করেছেন করণ (Shanaya Kapoors Debut)।

Shanaya Kapoors Debut
Shanaya Kapoors Debut
#মুম্বই: বলিউডে স্বজনপোষণের ধ্বজাধারী হিসেবে নাম রয়েছে করণ জোহরের। িকন্তু সে সবে কান না দিয়ে, বরং নিজের কাজেই ব্যস্ত তারকা পরিচালক। প্রতিশ্রুতি মতো এবার অভিনেতা সঞ্জয় কাপুর ও মহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুরকে (Shanaya Kapoors Debut) বলিউডে নিয়ে আসছেন করণ। সোশ্যাল মিডিয়ায় এদিন ধর্মা প্রোডাকশনের আগামী ছবি 'বেধড়ক'-এর ঘোষণা করেছেন করণ (Shanaya Kapoors Debut)। সেখানে দেখা যাবে শানায়া কাপুরকে। শানায়ার পাশাপাশি অভিনয় করবেন লক্ষ্য এবং গুরফতেহ পিরজাদার। পরিচালনায় শশাঙ্ক খৈতান।
সঞ্জয় কাপুর হলেন অভিনেতা অনিল কাপুরের ছোটভাই। ছবির নাম ঘোষণার পর থেকেই নেটমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন শানায়া (Shanaya Kapoors Debut)। কাকা অনিল কাপুর থেকে শুরু করে তুতো দাদা অর্জুন কাপুর, তুতো বোন জাহ্নবী কাপুর, বান্ধবী অনন্যা পাণ্ডে, সুহানা খান সকলেই শুভেচ্ছা জানিয়েছেন এই স্টারকিডকে। শানায়ার একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রাম পোস্টে করণ লিখেছেন, 'বেধড়ক'-এ শানায়ার চরিত্রে নাম নিমৃত। এক মোহময়ী শক্তির সন্ধান, অপেক্ষায় রয়েছি যে ধরনের শক্তি সে পর্দায় তুলে ধরবে।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

advertisement
আরও পড়ুন: খুচরোর সমস্যা মেটাতে গলায় QR কোড ঝুলিয়ে ভিক্ষা করেন 'ডিজিটাল ভিখারি' রাজু!
বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ছবির বেশ কিছু চরিত্রের ফার্স্ট লুক সামনে এনেছেন করণ৷ এর মধ্যে যেমন রয়েছে শানায়া কাপুরের নতুন লুক তেমনই সামনে এসেছেন ছবির অন্য দুই মুখ্য অভিনেতা গুরফতেহ পিরজাদা এবং লক্ষ্য লালওয়ানিও৷ গুরফতেহ ছবিতে অভিনয় করতে চলেছেন আগন্দ নামক এক যুবকের চরিত্রে৷ ছবিতে লক্ষ্য অভিনয় করবেন করণ নামের চরিত্রে আর শানায়ার চরিত্রের নাম হতে চলেছে নিমৃত৷
advertisement
বান্ধবী সুহানা খান ইনস্টাগ্রাম স্টোরিতে শানায়ার ছবি শেয়ার করে লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না। তোমাকে অনেক ভালোবাসি।' অনন্যা পাণ্ডে লিখেছেন, ‘এটা অনেক মজার লাগছে। অপেক্ষা করতে পারছি না। তোমাকে ভালোবাসি আমার শানি।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shanaya Kapoors Debut: করণ জোহরের হাত ধরে বলিউডে আরেক স্টারকিড, দেখুন নতুন নায়িকা শানায়া কাপুরকে!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement