Telugu Choreographer Chaitanya Death: ঋণে ডুবেই মানসিক অবসাদ! আত্মঘাতী হলেন বিখ্যাত কোরিয়োগ্রাফার চৈতন্য
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Telugu Choreographer Chaitanya Death: সোশ্যাল মিডিয়ায় শেষ ভিডিও আপলোড করে কান্নাকাটি করেছিলেন চৈতন্য। সংবাদমাধ্যমর খবর, সেখানেই তিনি বলেছিলেন, ঋণে ডুবে রয়েছেন, আর্থিক কারণে মাথায় অত্যধিক চাপ রয়েছে তাঁর।
নেল্লোর: রবিবার আবারও গ্ল্যামার দুনিয়ায় দুঃসংবাদ। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী হয়েছেন বিখ্যাত কোরিয়োগ্রাফার চৈতন্য। অন্ধ্রপ্রদেশের নেল্লোরে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, ঋণ শোধ করতে না পারার জন্যই এই সিদ্ধান্ত চৈতন্যর।
তেলুগু ডান্স শো ‘ধী’-তে দেখা গিয়েছিল চৈতন্যকে। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় শেষ ভিডিও আপলোড করে কান্নাকাটি করেছিলেন চৈতন্য। সংবাদমাধ্যমর খবর, সেখানেই তিনি বলেছিলেন, ঋণে ডুবে রয়েছেন, আর্থিক কারণে মাথায় অত্যধিক চাপ রয়েছে তাঁর।
Rest In Peace #Chaitanya Master an unexpected one 💔 pic.twitter.com/xC12jVfonV
— Sumanth (@SumanthOffl) April 30, 2023
advertisement
advertisement
@etvteluguindia Dhee show Chaitanya master suicide, This news is shocking to us all. I’m watching Dhee show every week from years and you became our family member, Indku anna elanti decision teskunav, nitho patu mi family members ki and maku nuvu lev ani badha migelchav 😭😭 pic.twitter.com/HPRmuyKBLU
— Ramya (@smilyramyaa) April 30, 2023
advertisement
চৈতন্য ভিডিওয়ে বলেছেন, ‘‘আমার মা, বাবা, দিদি আমাকে কোনও দিন কোনও সমস্যার সম্মুখীন হতে দেয়নি। যত্ন করেছে আমার। সমস্ত বন্ধুদের কাছে ক্ষমা চাইছি। অনেককে জ্বালিয়েছি, তাঁদের কাছেও ক্ষমা চাইছি। টাকার বিষয়ে নিজের মধ্যে সততা হারিয়েছি। কেবল টাকা ধার নিলেই হয় না, সেই টাকা ফেরত দেওয়ার ক্ষমতাও থাকতে হয়। কিন্তু আমি পারিনি। এই মুহূর্তে আমি নেল্লোরে আছি। আজ আমার জীবনের শেষ দিন। ঋণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা চলছে। সেগুলির চাপ আর নিতে পারছি না।’’
advertisement
এই ঘটনার পর শোকস্তব্ধ তেলুগু ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়া জুড়ে শোকবার্তার ছড়াছড়ি। চৈতন্যর মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 12:46 PM IST