Anushka Sharma Birthday: অযোধ্য়ার সঙ্গে বিশেষ যোগসূত্র অনুষ্কার! জন্মদিনে বিরাট-পত্নীর জীবনের অজানা তথ্য

Last Updated:

Anushka Sharma Birthday: এখন কন্যা ও স্বামীর সঙ্গে একাধিক ধর্মীয় স্থানে দর্শন করতে যেতে দেখা যায় তাঁকে। দয়ানন্দ গিরির আশ্রম হোক, নৈনিতালে নিম করলি বাবার আশ্রম হোক বা উজ্জয়ন মহাকালেশ্বর মন্দির।

মুম্বই: ৩৫-এ পা দিলেন অনুষ্কা শর্মা। কন্যা ভামিকা এবং স্বামী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তাঁর সংসারে এখন খুশির হাওয়া। বিরাট ও অনুষ্কা থেকে তাঁরা আজ ‘বিরুষ্কা’ হয়েছেন। কাপল গোলসে যে কোনও তারকা দম্পতিকে টেক্কা পারেন তাঁরা। আজ বলি অভিনেত্রীর জন্মদিনে তাঁর জীবনের এক অজানা তথ্যের সন্ধান দেওয়া যাক।
অযোধ্যার সঙ্গে বিশেষ সম্বন্ধ রয়েছে অনুষ্কার। ১৯৮৮ সালের ১ মে অযোধ্যার মিলিটারি হাসপাতালে একটি ছোট্ট মেয়ে জন্ম নেয়। সেই পরবর্তীকালে হাজার হাজার মানুষের মন জয় করেছেন অভিনয়, নৃত্য দক্ষতা দিয়ে। সেই অনুষ্কার জন্মস্থান আসলে অযোধ্যা। পরে তিনি মুম্বইয়ে নিজের কেরিয়ার শুরু করেছেন।
advertisement
advertisement
অনুষ্কার জন্মের সময়ে তাঁর বাবা অজয় কুমার শর্মা ভারতীয় সেনার ডোগরা রেজিমেন্টে নিযুক্ত ছিলেন। মা গৃহবধূ। সেই সূত্রেই সেখানে থাকতেন দম্পতি। তখন তো কেউ জানতেন না, এই একরত্তি মেয়ে একদন গোটা দেশের মানুষের মন জয় করবেন।
এখন কন্যা ও স্বামীর সঙ্গে একাধিক ধর্মীয় স্থানে দর্শন করতে যেতে দেখা যায় তাঁকে। দয়ানন্দ গিরির আশ্রম হোক, নৈনিতালে নিম করলি বাবার আশ্রম হোক বা উজ্জয়ন মহাকালেশ্বর মন্দির। তারকা দম্পতিকে সাধারণের সঙ্গে মিলেমিশে দর্শন করতে দেখা গিয়েছে বারবার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anushka Sharma Birthday: অযোধ্য়ার সঙ্গে বিশেষ যোগসূত্র অনুষ্কার! জন্মদিনে বিরাট-পত্নীর জীবনের অজানা তথ্য
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement