Morali: কোথায় হারিয়ে যাচ্ছে শহরের মেয়েরা? আসছে নারীপাচারের প্রেক্ষাপটে নতুন থ্রিলার ওয়েব সিরিজ ‘মরালি’

Last Updated:

একরত্তি মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার গল্প বুনছেন পরিচালক সৌভিক মণ্ডল। শহর থেকে পরপর নিখোঁজ হচ্ছেন মহিলারা। ছোট, বড় কেউ বাদ নেই। এমন ঘটনায় উদ্বিগ্ন পুলিশ। এই রহস্যের জট ছাড়ানোর দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুলিশের সিআইডি-এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলের পরমা মিত্রকে।

‘মরালি’ ওয়েব সিরিজের একটি দৃশ্য
‘মরালি’ ওয়েব সিরিজের একটি দৃশ্য
কলকাতা: আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্ত শুরু করেছে সিবিআই। ঘটনার নেপথ্যে বড়সড় চক্রের হাত রয়েছে বলে অনুমান করছেন অনেকেই। বাস্তব পরিস্থিতি যখন এমন, ঠিক সেই সময় নারীপাচার নিয়ে নতুন থ্রিলার ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হল ‘প্ল্যাটফর্ম ৮’-এ।
একরত্তি মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার গল্প বুনছেন পরিচালক সৌভিক মণ্ডল। শহর থেকে পরপর নিখোঁজ হচ্ছেন মহিলারা। ছোট, বড় কেউ বাদ নেই। এমন ঘটনায় উদ্বিগ্ন পুলিশ। এই রহস্যের জট ছাড়ানোর দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুলিশের সিআইডি-এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলের পরমা মিত্রকে। একরত্তি মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার গল্প বুনছেন পরিচালক সৌভিক মণ্ডল। শহর থেকে পরপর নিখোঁজ হচ্ছেন মহিলারা। ছোট, বড় কেউ বাদ নেই। এমন ঘটনায় উদ্বিগ্ন পুলিশ। এই রহস্যের জট ছাড়ানোর দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুলিশের সিআইডি-এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং সেলের পরমা মিত্রকে।
advertisement
গল্প শুরু হচ্ছে, বীরভূমে এক দরিদ্র ঠিকা কর্মী তাপস বাউরিকে নিয়ে। মা মরা ১১ বছরের মরালিকে পরম যত্নে মানুষ করছেন তিনি। কিন্তু একদিন হঠাৎই নিখোঁজ হয়ে যায় মেয়ে। মেলে শুধু তার রক্তমাখা ফ্রক। কোথায় উধাও হয়ে গেল মেয়ে? হন্যে হয়ে খুঁজতে শুরু করেন বাবা। গল্প শুরু হচ্ছে, বীরভূমে এক দরিদ্র ঠিকা কর্মী তাপস বাউরিকে নিয়ে। মা মরা ১১ বছরের মরালিকে পরম যত্নে মানুষ করছেন তিনি। কিন্তু একদিন হঠাৎই নিখোঁজ হয়ে যায় মেয়ে। মেলে শুধু তার রক্তমাখা ফ্রক। কোথায় উধাও হয়ে গেল মেয়ে? হন্যে হয়ে খুঁজতে শুরু করেন বাবা।
advertisement
advertisement
পরমার এক ইতিহাস রয়েছে। স্বামী ছিলেন সেনাবাহিনীর জওয়ান। যুদ্ধে অকালে প্রাণ হারান তিনি। মেয়ে পাপড়িকে আঁকড়ে ধরেই এখন জীবন কাটাচ্ছেন তিনি। কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছেন নিজেকে। এই নিয়ে একরত্তি মেয়ের অভিযোগের শেষ নেই। মা কেন তাকে সময় দেয় না? মেয়েকে শহরের সেলেব্রিটি নৃত্যশিল্পী অর্ণব রায় চৌধুরীর কাছে নাচ শেখান পরমা। অর্ণব ট্রান্সজেন্ডার। সল্টলেকের বাড়িতেই ‘নৃত্য অহম’ নামের স্কুল চালান। ধীরে ধীরে পরমার সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর। পরমার এক ইতিহাস রয়েছে। স্বামী ছিলেন সেনাবাহিনীর জওয়ান। যুদ্ধে অকালে প্রাণ হারান তিনি। মেয়ে পাপড়িকে আঁকড়ে ধরেই এখন জীবন কাটাচ্ছেন তিনি। কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছেন নিজেকে। এই নিয়ে একরত্তি মেয়ের অভিযোগের শেষ নেই। মা কেন তাকে সময় দেয় না? মেয়েকে শহরের সেলেব্রিটি নৃত্যশিল্পী অর্ণব রায় চৌধুরীর কাছে নাচ শেখান পরমা। অর্ণব ট্রান্সজেন্ডার। সল্টলেকের বাড়িতেই ‘নৃত্য অহম’ নামের স্কুল চালান। ধীরে ধীরে পরমার সঙ্গে বন্ধুত্ব হয় তাঁর।
advertisement
এদিকে নারীপাচার চক্রের তদন্তে নেমে সিম্বার খোঁজ পান পরমা। সিম্বা মুম্বইয়ের ডন। সারা দেশেই তার জাল ছড়ানো। এখন সিম্বার হাত থেকে কি মরালিকে উদ্ধার করতে পারবেন পরমা? বাকি মেয়েদের কী হবে? কলকাতা ফিল্মসের প্রযোজনায় ‘মরালি’-তে উঠে আসতে চলেছে অন্ধকার জগতের কুৎসিত ইতিবৃত্ত। এদিকে নারীপাচার চক্রের তদন্তে নেমে সিম্বার খোঁজ পান পরমা। সিম্বা মুম্বইয়ের ডন। সারা দেশেই তার জাল ছড়ানো। এখন সিম্বার হাত থেকে কি মরালিকে উদ্ধার করতে পারবেন পরমা? বাকি মেয়েদের কী হবে? কলকাতা ফিল্মসের প্রযোজনায় ‘মরালি’-তে উঠে আসতে চলেছে অন্ধকার জগতের কুৎসিত ইতিবৃত্ত।
advertisement
ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, শঙ্কর দেবনাথ, রানা বসু ঠাকুর, আয়েষা ভট্টাচার্য, জ্যামি বন্দ্যোপাধ্যায়, জুঁই সরকার, মানস মুখোপাধ্যায়, শিঞ্জিনী চক্রবর্তী প্রমুখ। ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, শঙ্কর দেবনাথ, রানা বসু ঠাকুর, আয়েষা ভট্টাচার্য, জ্যামি বন্দ্যোপাধ্যায়, জুঁই সরকার, মানস মুখোপাধ্যায়, শিঞ্জিনী চক্রবর্তী প্রমুখ।
advertisement
রাকেশ ঘোষের গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘মরালি’। পরিচালক সৌভিকের সঙ্গে জুটি বেঁধে চিত্রনাট্যও লিখেছেন তিনি। সৌভিককে সাহায্য করছেন সহকারী পরিচালক অরিত্র প্রতিম বিশ্বাস। সঙ্গীত পরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন শুভদীপ গুহ। চিত্রগ্রাহক জয়দীপ দে। রাকেশ ঘোষের গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘মরালি’। পরিচালক সৌভিকের সঙ্গে জুটি বেঁধে চিত্রনাট্যও লিখেছেন তিনি। সৌভিককে সাহায্য করছেন সহকারী পরিচালক অরিত্র প্রতিম বিশ্বাস। সঙ্গীত পরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন শুভদীপ গুহ। চিত্রগ্রাহক জয়দীপ দে।
advertisement
রানা বসু ঠাকুর রানা বসু ঠাকুর
সিঞ্জিনী চক্রবর্তী সিঞ্জিনী চক্রবর্তী
জুঁই সরকার জুঁই সরকার
জ্যামি বন্দ্যোপাধ্যায় জ্যামি বন্দ্যোপাধ্যায়
আয়েশা ভট্টাচার্য আয়েশা ভট্টাচার্য
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Morali: কোথায় হারিয়ে যাচ্ছে শহরের মেয়েরা? আসছে নারীপাচারের প্রেক্ষাপটে নতুন থ্রিলার ওয়েব সিরিজ ‘মরালি’
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement