Taapsee Pannu-Mathias Boe Wedding: বিয়ের সাজে মালাবদল তাপসীর! তবে কি সাতপাকে বাঁধা পড়লেন, ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল নেটদুনিয়ায়
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Taapsee Pannu-Mathias Boe Wedding: বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে নিয়ে শুরু হয় নানা চর্চা। প্রাক্তন অলিম্পিক পদক বিজয়ী প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর বিয়েকে কেন্দ্র করে খবর বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে অভিনেত্রী। আর বর্তমানে স্যোশাল মিডিয়ায় তাঁদের বিয়ের প্রথম ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে হয় ভাইরাল।
উদয়পুর : বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে নিয়ে শুরু হয় নানা চর্চা। প্রাক্তন অলিম্পিক পদক বিজয়ী প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তাঁর বিয়েকে কেন্দ্র করে খবর বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে অভিনেত্রী। আর বর্তমানে স্যোশাল মিডিয়ায় তাঁদের বিয়ের প্রথম ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে হয় ভাইরাল।
এই বিয়ের ভিডিওতে, তাপসী ধরা দিয়েছেন একেবারে অন্য মেজাজে। চোখে রোদ চশমা, পরনে ভারী কাজ করা লাল স্যুটে কনের সাজে মণ্ডপে প্রবেশ করতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি স্বামী ম্যাথিয়াসের সঙ্গে নাচতেও দেখা যায় অভিনেত্রীকে। তবে এখানেই শেষ নয় একে-অপরকে মালাবদল করে জড়িয়ে ধরেন তাঁরা, তারপর শুরু হয় গোলাপের বৃষ্টি।
advertisement
advertisement
ভিডিওতে, অভিনেত্রীকে পাঞ্জাবি স্যুটে কনের সাজে দেখা গিয়েছে বলে, অনেকেই ধারনা সম্ভবত তাঁদের বিয়ে পাঞ্জাবি রীতি মেনেই সেরেছেন অভিনেত্রী। প্রেমিক ম্যাথিয়াসের সাজেও ছিল দারুণ চমক, একেবারে ভারতীয় পোশাকে সেজে উঠেছিলেন তিনি।
advertisement
গুঞ্জন কিছুদিন আগে উদয়পুরে প্রেমিক ম্যাথিয়াসকে বিয়ে করেছিলেন তাপসী। অভিনেত্রী তাপসী ও ম্যাথিয়াসের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন তাঁরা। অভিনেত্রী শুধুমাত্র ইন্ডাস্ট্রির তার ঘনিষ্ঠ বন্ধু অনুরাগ কাশ্যপ এবং কণিকা ধিলোনকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলেও শোনা গিয়েছিল। অনুরাগের বহু ছবিতে তাপসী কাজ করেছেন। অনুরাগের পরিচালনায় অভিনেত্রী ‘মনমর্জিয়া’ এবং ‘দোবারা’ ছবিতে কাজ করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2024 6:37 PM IST