শাস্ত্রীয় সঙ্গীত 'নাদ'-এর আসর যেন চাঁদের হাট! বিক্রম ঘোষ থেকে পূর্বায়ন চট্টোপাধ্যায়ের সুরে ভাসল কলকাতাবাসী
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সঙ্গীতের আসর কলকাতায় নতুন নয়। কিন্তু 'নাদ' এমন এক অভিনব উচ্চমানের শাস্ত্রীয় সঙ্গীতের আসর যেখানে শ্রোতারা বিরল যুগলবন্দির সুর-তাল-ছন্দের সাক্ষী থাকতে পারেন। এবারেও তার ব্যতিক্রম নয়।
advertisement
advertisement
advertisement
advertisement
'নাদ'-এর দ্বিতীয় দিনে ছিল পূর্বায়ন চট্টোপাধ্যায় এবং পন্ডিত কুমার বোসের যুগলবন্দি। পূর্বায়ন চট্টোপাধ্যায় বাজালেন রাগ পুরিয়া ধানেশ্রী (আলাপ, বিলম্বিত ও দ্রুত ত্রিতাল গত, পিলু রাগ ও তৎসহ রাগমালা)। পূর্বায়নের কথায়, "বিক্রম ঘোষের মত গুণী শিল্পী যখন এমন অনুষ্ঠানের আয়োজন করেন, সেই অনুষ্ঠান একটা অন্য মাত্রা পায়। আমি এখন মুম্বই থাকি, তবে কলকাতার দর্শক সব সময় আমার কাছে স্পেশাল।"
advertisement
advertisement
advertisement
advertisement