Mirzapur Season 3 : অপেক্ষার অবসান, আসছে 'মির্জাপুর সিজন ৩'! কবে মুক্তি পাচ্ছে এই ক্রাইম থ্রিলার? দেখে নিন
- Published by:Sayani Rana
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Mirzapur Season 3 : বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মির্জাপুর সিজন ৩’। অ্যামাজন প্রাইম ভিডিও-র এই থ্রিলারের প্রথম দুই সিজনকেও দর্শকরা প্রচুর ভালবাসা দিয়েছেন। এবার পালা তৃতীয় সিজনের।
বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘মির্জাপুর সিজন ৩’। আসলে ভক্তরা এই অ্যাকশন ক্রাইম থ্রিলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এমনিতে কলিন ভাইয়া-রূপী পঙ্কজ ত্রিপাঠী তো সকলের মন জিতে নিয়েছেন। অ্যামাজন প্রাইম ভিডিও-র এই থ্রিলারের প্রথম দুই সিজনকেও দর্শকরা প্রচুর ভালবাসা দিয়েছেন। এবার পালা তৃতীয় সিজনের। কিন্তু এই বহু প্রতীক্ষিত তৃতীয় মরশুমের বিষয়েই কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক।
মুক্তির দিনক্ষণ এবং প্রেক্ষাপট:
চলতি মাসেই অ্যামাজন প্রাইম ভিডিও-য় প্রিমিয়ার হতে চলেছে ‘মির্জাপুর সিজন ৩’-র। করণ অংশুমানের তৈরি এই সিরিজে উন্মোচিত হতে চলেছে অ্যাকশনধর্মী এই ক্রাইম থ্রিলারের আরও এক রক্তক্ষয়ী অধ্যায়। ছবির প্রেক্ষাপটে ফুটে উঠতে চলেছে ত্রিপাঠী পরিবারের লড়াই, প্রতিশোধ এবং জটিল গতিপ্রকৃতি। এই মরশুমে যা আরও গভীর হতে চলেছে।
advertisement
advertisement
কে কোন ভূমিকায়?
‘মির্জাপুর সিজন ৩’-ও বেশ তারকাখচিত হতে চলেছে। অখণ্ডানন্দ ত্রিপাঠী ওরফে কলিন ভাইয়ার ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। আর থাকছেন গুড্ডু পণ্ডিত-রূপী আলি ফজলও। এর পাশাপাশি ফুলচাঁদ মুন্না ত্রিপাঠীর ভূমিকায় দেখা যাবে দিব্যেন্দু শর্মাকে। আবার বীণা ত্রিপাঠীর ভূমিকায় অভিনয় করছেন রসিকা দুগলকে। আর গজগামিনী গোলু গুপ্তার ভূমিকায় থাকছেন শ্বেতা ত্রিপাঠী শর্মা।
advertisement
আরও পড়ুন : ‘এই’ কারণেই জয়ার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন অমিতাভ! যা ঘটেছিল তারপর…, জানলে অবাক হবেন
আপডেট এবং ভক্তদের প্রত্যাশা:
মূলত ‘মির্জাপুর সিজন ২’-এ যে নাটকীয় জায়গায় গল্প শেষ হয়েছিল, সিজন ৩-তে তার পরবর্তী অংশ দেখা যাবে। এর মধ্যে অন্যতম হল কলিন ভাইয়ার ভাগ্য নির্ধারণ, গুড্ডুর প্রতিশোধ স্পৃহা। এর পাশাপাশি আরও কিছু নতুন চরিত্র আত্মপ্রকাশ করতে চলেছে। যা নিঃসন্দেহে কাহিনির প্রেক্ষাপটে আরও গভীরতা যোগ করবে।
advertisement
‘মির্জাপুর সিজন ৩’-এর আসন্ন মুক্তি দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছে। তাঁরা মূলত এই ক্রাইম ড্রামার পরবর্তী অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে, দারুণ কাস্ট, দুর্দান্ত প্লটলাইন – সব মিলিয়ে বেশ জমজমাটি হতে চলেছে ‘মির্জাপুর সিজন ৩’।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2024 5:07 PM IST