Sushmita Sen: '...ভয় পেয়ে যাইনি', হৃদরোগের ধকল সামলে ফিরেই আশার কথা শোনালেন সুস্মিতা
- Published by:Sanchari Kar
Last Updated:
Sushmita Sen সুস্মিতার হার্টের ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। অভিনেত্রী জানান, নিয়মিত শরীরচর্চার কারণেই এই বিরাট অসুস্থতার ধাক্কা সামলে উঠতে পেরেছেন তিনি।
মুম্বই: সদ্য বড়সড় বিপদ কাটিয়ে উঠেছেন অভিনেত্রী সুস্মিতা সেন। দিন কয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বঙ্গতনয়া। জটিল অপারেশন হয় তাঁর হার্টে। করতে হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। হাসপাতাল থেকে ইতিমধ্যেই ছাড়া পেয়েছেন সুস্মিতা। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। অভিনেত্রীর অসুস্থার কথা প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তায় ছিলেন তাঁর অনুরাগীরা। শনিবার ইনস্টাগ্রাম লাইভে এসে তাঁদের আশ্বস্ত করলেন বিশ্বসুন্দরী।
সেটে থাকতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। অনুরাগীদের তাই নিয়মিত স্বাস্থ্য় পরীক্ষা করার গুরুত্ব সম্পর্কে অবগত করেন তিনি। তাঁর কথায়, "প্রচুর অল্প বয়সি মানুষ হৃদরোগে আক্রান্ত হন। তাই স্বাস্থ্য় পরীক্ষা করানো উচিত।"
advertisement
advertisement
সুস্মিতার হার্টের ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। অভিনেত্রী জানান, নিয়মিত শরীরচর্চার কারণেই এই বিরাট অসুস্থতার ধাক্কা সামলে উঠতে পেরেছেন তিনি। প্রাক্তন বিশ্বসুন্দরী বলেন, "আমি জানি, অনেকেই এর পর জিম যাওয়া বন্ধ করে দেবেন। বলবেন, "ওর (সুস্মিতা) তো জিমে গিয়ে লাভ হল না। কিন্তু এটা ভাবা ঠিক নয়। শরীরচর্চা আমাকে সাহায্য করেছে। আমার একটা বড়সড় হার্ট অ্যাটাক হয়েছিল। আমার মূল ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। সক্রিয় জীবনযাপন করেছি বলেই বেঁচে উঠতে পেরেছি।"
advertisement
আরও পড়ুন: ‘নির্বাক’ শ্যুটের পর অসুস্থ, বেঁচে থাকতে স্টেরয়েড নিতে হয় সুস্মিতাকে! তাই কি হার্ট অ্যাটাক
কঠিন সময় কেটেছে। ঘুরে দাঁড়িয়েছেন সুস্মিতা। তিনি বলেন, "এই ঘটনায় আমি ভয় পাইনি। বরং এ বার নতুন কিছুর জন্য় অপেক্ষা করার প্রতিশ্রুতি পাচ্ছি।"
advertisement
সুস্মিতা জানান, শুধু পুরুষরাই নন, মহিলারাও হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন। ভয় না পেয়ে তাই প্রত্যেককে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। ভিডিওটি পোস্ট করে সকলকে ধন্যবাদ জানিয়ে 'দুগ্গা দুগ্গা' ধ্বনি তুলেছেন সুস্মিতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 8:36 PM IST








