আত্মহত্যা নয়, খুন! সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে এ বার বিস্ফোরক দিদি শ্বেতা
- Published by:Sanchari Kar
Last Updated:
সেই কর্মীর বয়ান প্রকাশ্যে আসতেই ফের নড়েচড়ে বসেছে সুশান্তের পরিবার। অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি সিবিআইকে আরও গভীরে গিয়ে তাঁর ভাইয়ের মৃত্যুর তদন্তের অনুরোধ করেছেন।
#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আড়াই বছর কেটে গিয়েছে। বিতর্ক খানিক স্তিমিত হতেই ফের নতুন মোড়। কুপার হাসপাতালের এক কর্মী হঠাৎই দাবি করেন, সুশান্ত আদতে আত্মহত্যা করেননি। তাঁকে নাকি খুন করা হয়। মৃত্যুর পর মুম্বইয়ের সেই হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছিল অভিনেতার মরদেহ। সেখানেই হয়েছিল তাঁর পোস্ট মর্টেম। রূপকুমার শাহ নামে সেই কর্মী বলেন, ময়নাতদন্তের সময়ে সুশান্তের গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়।
সেই কর্মীর বয়ান প্রকাশ্যে আসতেই ফের নড়েচড়ে বসেছে সুশান্তের পরিবার। অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি সিবিআইকে আরও গভীরে গিয়ে তাঁর ভাইয়ের মৃত্যুর তদন্তের অনুরোধ করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'যদি ওই ব্যক্তির কথার সিকিভাগও সত্যি হয়, তবে সিবিআইকে অনুরোধ করব আরও খতিয়ে তদন্ত করতে।'
advertisement
advertisement
এর পর কেন্দ্রীয় তদন্ত সংস্থার উদ্দেশে তিনি লেখেন, 'আমরা সব সময়ে মনে করেছি, আপনারা সততার সঙ্গে তদন্ত করবেন। দয়া করে আমাদের সত্যিটা জানান।'
১৪ জুন, ২০২০। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তরুণ অভিনেতার অকাল মৃত্যুর কারণ এখনও অজানা। তবে হাসপাতালের সেই কর্মীর বক্তব্য যেন আরও একবার নতুন করে বিতর্ক উস্কে দিল।
Location :
First Published :
December 27, 2022 12:57 PM IST