Sushant Singh Rajput Birth Anniversary: ভীষণ প্রেম, আজও সুশান্তকেই 'হৃদয়' দিতে রাজি রিয়া! জন্মদিনে বিশেষ বার্তা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sushant Singh Rajput Birth Anniversary: রিয়া ও সুশান্তের সম্পর্ক থাকাকালীনই ২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত।
মুম্বই: রবিবার ৩৮ বছরের জন্মদিন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের পরিবার, বন্ধু, ভক্তরা প্রিয় অভিনেতাকে স্মরণ করেছেন। বাদ যাননি প্রেমিকা রিয়া চক্রবর্তীও। ইনস্টাগ্রাম স্টোরিতে সুশান্তের ছবি শেয়ার করে নিজের মনের কথা বলেছেন রিয়া।
রিয়া ও সুশান্তের সম্পর্ক থাকাকালীনই ২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন সুশান্ত। তাঁর ফ্ল্যাট থেকে সুশান্তের দেহ উদ্ধার করা হয়। রিয়া এদিন সুশান্তের জন্মদিন উপলক্ষে সুশান্তের রৌদ্রজ্জ্বল একটি ছবি শেয়ার করেছেন। লাল হৃদয়ের ইমোজি জুড়ি দিয়েছেন সঙ্গে।

advertisement
advertisement
আরও পড়ুন: মহিলারাই কেন থাইরয়েডে বেশি আক্রান্ত হন জানেন? চাঞ্চল্যকর কারণ জানালেন চিকিৎসক, সাবধানতা নিন
একাধিকবার সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে অন্য পুরুষের নাম জুড়েছে। কিন্তু রিয়া যে এখনও সুশান্তকে ভীষণ ভালবাসেন তা ছবির ইমজোতিই ইঙ্গিত দিয়েছেন নায়িকা। সুশান্ত সিং রাজপুতের আকস্মিক প্রয়াণে অভিযোগের আঙুল উঠেছিল তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে।
advertisement
আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন তিনি, এমনই দাবি করেছিল সুশান্তের পরিবার। এই ঘটনায় হাজতবাস করতে হয় রিয়াকে। বেশ কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়েই কেটেছে রিয়ার মাঝের কটা বছর। তবে নতুন করে ফের কাজ শুরু করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2024 6:59 PM IST