Benefits Of Drinking Fenugreek Tea: যাঁরা নিয়মিত মেথি চা খায়, তাঁদের ওষুধ লাগে না! শুধু জানতে হবে খাওয়ার সঠিক কায়দা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Benefits Of Drinking Fenugreek Tea: রোজকার ডায়েটে সামান্য পরিবর্তন এনে ওজন ঝরানোর প্রক্রিয়াকে আপনি আরও তরান্বিত করতে পারেন।
বাঙালিরা পাঁচফোড়নে মেথি ব্যবহার করে। তবে উত্তর ভারতীয় বেশিরভাগ রান্নায় মেথির ব্যবহার বেশি। মেথি খেলে শরীরে অনেক উপকার। ডায়াবেটিস আটকাতে এই মেথির চায়ের চেয়ে ভাল কিছু হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু সেই মেথির চা কীভাবে বানানো যায়, তা অনেকেই জানেন না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
এই চা বানানোর জন্য প্রথমেই মেথি ভাল করে গুঁড়ো করে নিন। সাধারণ পেশাই করার মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতে পারেন। শিলনোড়া দিয়ে গুঁড়োতে পারলে আরও ভাল হয়। এমনই মনে করেন অনেকে। জল গরম করে নিন। ফুটিয়ে নিয়ে অল্প ঠান্ডা করে নিতে পারেন। সেই গরম জল এক কাপ পরিমাণ নিন। তাতে এক চা চামচ মেথির গুঁড়ো মেশান। ছেঁকে নিয়ে তাতে মধু মিশিয়ে পান করতে পারেন।
advertisement
advertisement
advertisement
গরম গরম এই চা পান করুন। তাতে ডায়াবেটিসের সমস্যা কমবে। এছাড়া হজমের সমস্যাও কিছুটা কমতে পারে। অনেকে মেথির জল আর একভাবেও খান। সারা রাত মেথি ভিজিয়ে রাখেন। তার পরে সেই জলটি ছেঁকে আলাদা করেন। জলের সঙ্গে তুলসী পাতা মিশিয়ে সিদ্ধ করে নেন। তার পরে সেটি চায়ের মতো করে পান করেন। এতেও নানা ধরনের উপকার পাওয়া যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)