Sunny Kaushal Isabelle Kaif: প্রেম জমেছে? বৃষ্টিভেজা শহরে বউদির বোনের হাতে হাত, ক্যামেরা দেখেই দৌড় ভিকির ভাইয়ের! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sunny Kaushal Isabelle Kaif: ২০২১ সালে ভিকি ক্যাটরিনার বিয়ের পর থেকেই সানি ও ইজাবেলকে একসঙ্গে দেখা যায়
মুম্বই: বলিউডে ফের এক নতুন জমজমাট জুটির আত্মপ্রকাশের অপেক্ষা। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে প্রেম করছেন অভিনেতা সানি কৌশল। পছন্দের মানুষ আবার বউদির বোন, অর্থাৎ ক্যাটরিনা কাইফের বোন ইজাবেল। সানির নিজের দাদা অভিনেতা ভিকি কৌশল। ক্যাটনিরা ও ভিকির বিয়ের পর থেকেই বলিউডে গুঞ্জন, প্রেম জমেছে সানি কৌশল ও ইজাবেল কাইফের।
সোমবার মুম্বইয়ের বান্দ্রায় একাধিকবার সানি ও ইজাবেলকে একসঙ্গে দেখা গিয়েছে। ক্যামেরা সামনে আসতেই খানিক লজ্জা পেয়ে পা চালান সানি কৌশল ও ইজাবেল কাইফ। বৃষ্টিভেজা শহরে দু’জনের একান্তে এমন গাড়ি সফরে গুঞ্জন জোরালো হয়েছে। এমনকী দু’জনের পোশাকের মিল দেখতেও ছাড়েননি নেটিজেন।
advertisement
আরও পড়ুন: ঘরের চালে বিকট শব্দ, দেখতে গিয়েই ভয়ঙ্কর-অবিশ্বাস্য! এত বড় সাপ? দেখুন
সোশ্যাল মিডিয়ায় সানি ও ইজাবেলের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে। ২০২১ সালে ভিকি ক্যাটরিনার বিয়ের পর থেকেই সানি ও ইজাবেলকে একসঙ্গে দেখা যায়। ছবি ও ভিডিও দেখে অনেকেরই ধারণা প্রেম করছেন তাঁরা। যদিও অফিশিয়ালি এখনও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই।
advertisement
advertisement
এর আগে অভিনেত্রী শর্বরী ওয়াঘের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যেত সানি কৌশলের। বান্টি অওর বাবলি ২-তে অভিনয় করেছিলেন শর্বরী। এখন নতুন করে ইজাবেলের সঙ্গে সম্পর্কের জল্পনা তৈরি হয়েছে। এমন সব ভিডিও দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি ফের কৌশল ও কাইফের বিয়ে দেখা যাবে? উত্তর অবশ্য সময়ের অপেক্ষা।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 1:52 PM IST