Sunny Deol and Dharmendra camp : ৯০০০ ফুট উচ্চতায় তাঁবুতে তারকা পিতাপুত্র ধর্মেন্দ্র-সানি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
বাবা ধর্মেন্দ্রর সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সানি দেওল (Sunny Deol )৷
মুম্বই : বাবা ধর্মেন্দ্রর সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সানি দেওল (Sunny Deol )৷ ভিডিওয় দেখা যাচ্ছে ৯০০০ ফুট উচ্চতায় তাঁবুর ভিতর বসে আছেন তারকা পিতা-পুত্র৷ ধর্মেন্দ্রকে (Dharmendra) বলতে শোনা যায়, ‘‘৯০০০ ফুট উচ্চতায় উপভোগ করছি৷ এভাবেই বাঁচা উচিত৷ আমি আপনাদের সকলকে ভালবাসি৷ এ সবই ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের শুভেচ্ছা৷’’ সানি দেওল লিখেছেন, ‘‘শুধু আমরা দু’জন৷আকাশে প্রাসাদ তৈরি করছি৷শুধু আমরা দু’জন, বাবা ও ছেলে৷’’
আরও পড়ুন : পিসি হলেন সুস্মিতা সেন, সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত পোস্ট প্রাক্তন বিশ্বসুন্দরীর
ধর্মেন্দ্র এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কাউরের চার সন্তান-সানি, ববি, বিজেতা এবং অজিয়েতা৷ এর মধ্যে বিজেতা ও অজিয়েতা বলিউড থেকে দূরেই থেকেছেন৷ তাঁরা দু’জনেই এখন প্রবাসী৷ ধর্মেন্দ্র পরে বিয়ে করেন হেমা মালিনীকে৷ ধর্মেন্দ্র ও হেমার দুই মেয়ে, এষা ও অহনা৷
advertisement
আরও পড়ুন : জানুয়ারিতে মুক্তি পাবে রাজকুমার-ভূমির ‘বধাই দো’
ইতিমধ্যে দশেরায় সানি জানিয়েছেন, ‘গদর ২’ ছবি মুক্তি পাবে৷ ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর : এক প্রেম কথা’-র সিক্যুয়েল এটি৷ প্রথম পর্বের ধারা মেনে সিক্যুয়েলেও অভিনয় করবেন সানি এবং আমিশা প্যাটেল৷ ছবিটি মুক্তি পাবে ২০২২ সালে ৷
advertisement
আরও পড়ুন : ১০ বছরেরও বেশি লিভ ইনের পর এ বার নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রাজকুমার-পত্রলেখা
সম্প্রতি সানিকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৯ সালে, ‘ব্ল্যাঙ্ক’ ছবিতে৷ সে বছরই তিনি ছেলে করণ দেওলের প্রথম ছবি ‘পল পল দিল কে পাস’ ছবিটি পরিচালনা করেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2021 1:17 AM IST