হোম /খবর /বিনোদন /
ছেলের সঙ্গে মিস্টার ইন্ডিয়ার গান গেয়ে ভাইরাল সুনিধি চৌহানের ভিডিও

ছেলের সঙ্গে মিস্টার ইন্ডিয়ার গান গেয়ে ভাইরাল সুনিধি চৌহানের ভিডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকমই এক ভিডিও ভাইরাল হল, যেখানে দেখা গেল ছোট্ট ছেলের সঙ্গে অবলীলায় গান গাইছেন সুনিধি ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সুনিধি চৌহান ৷ বলিউডের অন্যতম সেরা গায়িকা ৷ একের পর এক তাঁর গান সুপারহিট ৷ তবে আজকাল তাঁর গান গাওয়াটা বেশ বাছাই করে ৷ কিন্তু সুনিধির ছোট্ট ছেলে যখন তাঁর কাছে থাকে, তখন এমনি এমনিই গেয়ে ওঠেন সুনিধি ৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকমই এক ভিডিও ভাইরাল হল, যেখানে দেখা গেল ছোট্ট ছেলের সঙ্গে অবলীলায় গান গাইছেন সুনিধি ৷ আর সুনিধির ছোট্ট ছেলে মায়ের সঙ্গে সঙ্গে গাইছে গান ৷

ভিডিওতে দেখা গিয়েছে, সুনিধি ও তাঁর ছোট্ট ছেলে গেয়ে উঠেছে মিস্টার ইন্ডিয়া ছবির জনপ্রিয় গান ‘কাটে নেহি কাটতি’ ৷ ছবিটি ইতিমধ্যেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ৷

দেখুন সেই ভিডিও---

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, News, Son, Sunidhi Chouhan, Video