#মুম্বই: সুনিধি চৌহান ৷ বলিউডের অন্যতম সেরা গায়িকা ৷ একের পর এক তাঁর গান সুপারহিট ৷ তবে আজকাল তাঁর গান গাওয়াটা বেশ বাছাই করে ৷ কিন্তু সুনিধির ছোট্ট ছেলে যখন তাঁর কাছে থাকে, তখন এমনি এমনিই গেয়ে ওঠেন সুনিধি ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এরকমই এক ভিডিও ভাইরাল হল, যেখানে দেখা গেল ছোট্ট ছেলের সঙ্গে অবলীলায় গান গাইছেন সুনিধি ৷ আর সুনিধির ছোট্ট ছেলে মায়ের সঙ্গে সঙ্গে গাইছে গান ৷
ভিডিওতে দেখা গিয়েছে, সুনিধি ও তাঁর ছোট্ট ছেলে গেয়ে উঠেছে মিস্টার ইন্ডিয়া ছবির জনপ্রিয় গান ‘কাটে নেহি কাটতি’ ৷ ছবিটি ইতিমধ্যেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ৷
দেখুন সেই ভিডিও---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, News, Son, Sunidhi Chouhan, Video