Woman In Night Club: ‘টেবলে এল ফোন নম্বর, ম্যানেজার আলাদা ঘরে দেখা করতে চান’, স্ত্রী-র কাছে নাইট ক্লাবে এল এই প্রস্তাব, ‘না’ বলার পরেও ছাড় পেলেন না স্বামী-স্ত্রী কেউই
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Woman In Night Club: স্বামী সঙ্গে থেকেও রক্ষা হল না, নাইটক্লাবে স্ত্রী-র শ্লীলতাহানি, অভিযুক্ত খোদ নাইট ক্লাবের ম্যানেজার
কলকাতা: জয়পুরে এক নৃশংস নির্যাতন ও যৌন নির্যাতনের ঘটনা সামনে এসেছে। এক মহিলা অভিযোগ করেছেন যে, একটি নাইটক্লাবের মালিক ও কর্মীরা তাঁকে যৌন নির্যাতন করেছেন এবং ক্লাব মালিকের স্বামীর সঙ্গে একান্তে দেখা করার দাবি মেনে নেননি এর জেরে ওই মহিলার স্বামীর উপর সহিংস আক্রমণ শানায় নাইট ক্লাব কর্তৃপক্ষ৷ Photo- Representative
advertisement
ঘটনাটি ১০ ডিসেম্বর গভীর রাতে রাজস্থানের রাজধানীর অশোক নগর থানা এলাকায় অবস্থিত ক্লাব আলফায় ঘটে বলে জানা গেছে। অশোক নগর থানায় দায়ের করা এফআইআর অনুসারে, অভিযোগকারী, ঝোতওয়ারার বাসিন্দা ইরাম শেখ জানিয়েছেন যে তিনি ১০ ডিসেম্বর রাতে তাঁর স্বামী নাভেদ উসমানির সঙ্গে নাইটক্লাবে গিয়েছিলেন। Photo- Representative
advertisement
ক্লাবে প্রবেশের পর, দম্পতি রেস্তোরাঁ এলাকার ভিতরে একটি টেবিলে বসেছিলেন। তারা যখন বসেছিলেন, তখন একজন ওয়েটার তাদের কাছে একটি কাগজের টুকরো নিয়ে আসেন যার উপর মোবাইল নম্বর লেখা ছিল। অভিযোগ অনুসারে, ওয়েটার ইরাম শেখকে জানান যে নম্বরটি ক্লাবের মালিক ভারত ট্যাঙ্কের৷ এর পাশাপাশি সেই ওয়েটারটি এও জানায় যে নাইট ক্লাবের মালিক তাঁর সঙ্গে প্রাইভেট রুমে দেখা করতে চান। Photo- Representative
advertisement
মহিলা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।এফআইআরে বলা হয়েছে যে মহিলার ওই প্রস্তাব অস্বীকার করার কিছুক্ষণের জন্য বিরতি নেওয়ার পর তিনি উঠে ক্লাব প্রাঙ্গণে ওয়াশরুমের দিকে চলে যান। মহিলার বক্তব্য অনুসারে, সেই মুহূর্তে পরিস্থিতি এক বিরক্তিকর মোড় নেয়। তিনি অভিযোগ করেছেন যে ক্লাবের মালিক ভারত ট্যাঙ্ক, ক্লাব সঙ্গে অশ্লীল আচরণ শুরু করে। Photo- Representative
advertisement
advertisement
advertisement






