Art Exhibition: 'নেচার অফ দা ক্যানভাস'! বর্ধমানে শুরু আন্তর্জাতিক আর্ট ওয়ার্কশপ ২০২৫, দেশ-বিদেশের শিল্প ও সংস্কৃতির প্রদর্শনী, দেখুন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
East Bardhaman Art Exhibition: বর্ধমানের উদয়পল্লী জোড়বাঁধে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপ এন্ড এক্সিবিশন ২০২৫। এই ওয়ার্কশপের থিম 'নেচার অফ দা ক্যানভাস'। এসেছেন বিভিন্ন দেশ ও রাজ্যের শিল্পীরা।
advertisement
বর্ধমানের উদয়পল্লী জোড়বাঁধে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপ এন্ড এক্সিবিশন ২০২৫। আর এই ওয়ার্কশপের থিম 'নেচার অফ দা ক্যানভাস'। তাই প্রকৃতির মাঝে বসেই কেউ ক্যানভাসে তো আবার কেউ প্রকৃতির বিভিন্ন জিনিস দিয়ে ফুটিয়ে তুলছেন তাদের শিল্পকর্ম। এই ওয়ার্কশপ ও এক্সিবিশনে বিভিন্ন দেশের শিল্পীদের পাশাপাশি অংশগ্রহণ করেছেন প্রায় ১৫০ জন শিল্পী।
advertisement
advertisement
advertisement






