Hypertension: মাত্র ৩০ সেকেন্ডে গায়েব হাইপারটেনশন! ওষুধ খেয়ে নয়, সহজ টিপস দিলেন মালাইকা

Last Updated:

Hypertension: ৩০ সেকেন্ডের মধ্যে এই যোগা করলেই গায়েব হবে স্ট্রেস৷ স্ট্রেস কমানোর সহজ উপায় জানিয়েছেন বলি অভিনেত্রী মালাইকা আরোরা৷

উচ্চ রক্তচাপের সমস্যায় এখন কম-বেশি অনেকেই ভুগে থাকেন৷ এটি এমন একটি রোগ, যা থেকে নানা সমস্যা হতে পারে৷ শরীরের বিভিন্ন জটিলতার কারণ হতে পারে উচ্চ রক্তচাপ৷ উচ্চ রক্তচাপ এবং মানসিক চাপের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। যদিও স্ট্রেস নিজে সরাসরি উচ্চ রক্তচাপের কারণ নাও হতে পারে৷ তবে এই স্ট্রেস কমানোর সহজ উপায় জানিয়েছেন বলি অভিনেত্রী মালাইকা আরোরা৷
বি-টাউনের ফিটনেস ফ্রিক অভিনেত্রী মালাইকা আরোরা নিয়মিত শরীরচর্চা ও যোগা করেন৷ এবার উচ্চ রক্তচাপ কমানোর দারুণ কৌশল শিখিয়েছিলেন অভিনেত্রী৷ নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে মালাইকা জানিয়েছিলেন, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে এই যোগা করলেই গায়েব হবে স্ট্রেস৷ ভিডিও শেয়ার করে মাল্লা লিখেছিলেন, আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন মাত্র ৩০ সেকেন্ডে৷ এই ৩০ সেকেন্ড কোনও কিছু নিয়ে চিন্তা করবেন ৷ আপনার মন ও শরীরকে শিথিল করুন মাত্র ৩০ সেকেন্ডে৷ ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
স্ট্রেস শরীরকে কতটা ক্ষতি করে তা অনেকেই বুঝে উঠতে পারেন না ৷ তাই শরীর ও মন ভাল রাখতেই আজ থেকেই ট্রাই করুন মালাইকার এই ট্রিকস ৷ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।
advertisement
বয়স প্রায় ৫০-এর কোটায় হলেও নিজেকে নিয়ে ঠিক কতটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন মালাইকা আরোরা, তার প্রমাণ বারেবারে দিচ্ছেন নায়িকা৷ তবে এবার নিজেকে নিয়ে নয় বরং স্বাস্থ্য ভাল রাখার এবং স্ট্রেস কমানোর দারুণ টিপস দিয়েছেন মাল্লা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Hypertension: মাত্র ৩০ সেকেন্ডে গায়েব হাইপারটেনশন! ওষুধ খেয়ে নয়, সহজ টিপস দিলেন মালাইকা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement