The kerala Story Box Office: বক্স অফিসে বাম্পার ছক্কা, 'দ্য কেরালা স্টোরি'-র ৩ দিনের আয় কত জানেন?

Last Updated:

The kerala Story Box Office: একাধিক বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে নজির গড়ল সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি৷ মাত্র তিন দিনে দেশ জুড়ে ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি৷

বক্স অফিসে রেকর্ড গড়ল সলমন!অবশেষে ১০০ কোটির গন্ডি পেরোল ভাইজানের ছবি
বক্স অফিসে রেকর্ড গড়ল সলমন!অবশেষে ১০০ কোটির গন্ডি পেরোল ভাইজানের ছবি
মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি৷ ছবি ঘিরে এমনিতেই চর্চার শেষ নেই৷ গত কয়েকদিন ধরেই ছবিকে কেন্দ্র করে জোরদার সমালোচনা শুরু হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যে দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিষিদ্ধ করার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগেও সাংবাদিক বৈঠকে কেরালা স্টোরি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ তামিলনাডুর হল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এই ধর্মান্তকরণের কাহিনি৷ দক্ষিণের এই রাজ্যে ছবির স্ক্রিনিং বন্ধের পর বক্সঅফিস কালেকশন নজরকাড়া৷ ছবি মুক্তির তিন দিনের মাথাতেই রবিবার একলাফে ছবির কালেকশন বাড়ল ৪৩ শতাংশ৷
একাধিক বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে বক্স অফিসে নজির গড়ল সুদীপ্ত সেনের দ্য কেরালা স্টোরি৷ মাত্র তিন দিনে দেশ জুড়ে ৩৫ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি৷ শুধুমাত্র রবিবার ১৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে৷ এই ছবির সঙ্গে জড়িয়ে নেই কোনও স্টারডম৷ অভিনেত্রী আদা শর্মা ছাড়া বাকি সবাই অচেনা মুখ৷ তারপরও ছবিকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে তা একেবারেই বিরল৷ বিতর্ককে সঙ্গে নিয়েই বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে এই ছবি৷
advertisement
advertisement
গত ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি৷ ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ টুইটারে জানান, দ্য কেরালা স্টোরি অপ্রতিরোধ্য৷ আসাধারণ আয় দ্বিতীয় ও তৃতীয় দিন৷ ছবি ইতিমধ্যেই সুপারহিট৷ প্রথম দিনে ৮.৩ কোটি টাকা আয় করেছিল এবং শনিবার ১১.২২ কোটি টাকা আয় করেছিল এই ছবি৷ তবে রবিবার বক্সঅফিসে এই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি৷
advertisement
advertisement
সদ্যই মুক্তি পেয়েছে বলিউডের ভাইজান সলমন খানের ছবি ‘কিসি কি ভাই কিসি কা জান’৷ বক্স অফিসে ১০০ কোটি ছাড়ালেও ‘কিসি কি ভাই কিসি কা জান’-ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে৷ তবে ভাইজানের এই ছবিকেও টেক্কা দিয়েছে দ্য কেরালা স্টোরি৷ দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও ভাল সাড়া পেয়েছে এই ছবি৷ কেরল থেকে ৩২ হাজার মহিলাকে গায়েব করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে, শুধু তাই নয় সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের অত্যাচারের শিকার সেই সমস্ত মহিালারা৷ এই নিয়ে বিতর্কের সূত্রপাত৷ যদিও পরে ৩২ হাজার সংখ্যাটি ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তবু বিতর্কের আঁচ কমেনি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
The kerala Story Box Office: বক্স অফিসে বাম্পার ছক্কা, 'দ্য কেরালা স্টোরি'-র ৩ দিনের আয় কত জানেন?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement