Alia Bhatt: 'আপনার ছেলে আমায় বড্ড বিরক্ত করে', বৃদ্ধার হাত ধরে অভিযোগ আলিয়ার, ভিডিওতে মুগ্ধ নেটপাড়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Alia Bhatt: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে পাপারাৎজোর মায়ের সঙ্গে আলিয়াকে দেখেই মুগ্ধ হয়েছে নেটপাড়া৷ ওই মহিলার সঙ্গে আলাপ হতেই আলিয়া এগিয়ে এসে কথা বলে মহিলার সঙ্গে৷
মুম্বই: রণবীর কাপুর ও আলিয়া ভাট, বরাবরই বি-টাউনের এ-লিস্টারদের মধ্য়েই রয়েছেন। তাঁদের প্রেম থেকে বিবাহ সবটাই যেন আলোচনার বিষয়। তাদের নিয়ে চর্চা কোনওমতেই থামার নয়৷ ফের আলোচনার শীর্ষে উঠে এলেন আলিয়া ভাট৷ সম্প্রতি মুম্বইয়ে চলছে গ্লোবাল স্পোর্টস পিকলবল চ্যাম্পিয়নশিপ৷ সেই অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে মুম্বইয়ের একাধিক তারকাকে৷ উপস্থিত ছিলেন আলিয়া ভাট৷ এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এক চিত্র সাংবাদিক৷ তার মায়ের সঙ্গে আলিয়ার কথোপকথনের ভিডিও ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে পাপারাৎজোর মায়ের সঙ্গে আলিয়াকে দেখেই মুগ্ধ হয়েছে নেটপাড়া৷ ওই মহিলার সঙ্গে আলাপ হতেই আলিয়া এগিয়ে এসে কথা বলে মহিলার সঙ্গে৷ মহিলা হাত বাড়িয়ে দিলে আলিয়াকেও তার সঙ্গে হাত ধরে কথা বলতে দেখা যায়৷ তিনি আলিয়ার হাত ধরে বলেন,আপনার সঙ্গে কথা বলে ভাল লাগল৷ আলিয়াও মজা করে বলেন, আপনার ছেলে আমাকে বিরক্ত করে, নাহলে উনি এমনি বেশ ভাল৷ এখানেই শেষ নয়, পরে তিনি পাপারাৎজোকে বলেন, তিনি যেন মাকে সাবধানে নিয়ে যান৷
advertisement
advertisement
advertisement
দিনকয়েক আগেই রোস্তোরাঁয় ঢোকার সময় এক বৃদ্ধা করিনা কাপুরের সঙ্গে হাত মেলাত চান,কিন্তু অভিনেত্রী তাকে এড়িয়ে যান৷ সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ করিনার থেকে আলিয়া অনেকটাই ভাল বলে মন্তব্য করেছেন। তার এই ব্যবহারেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, কেউ কি খেয়াল করেছেন, উনি কীভাবে মহিলার হাত ধরে ছিলেন। অন্যজন বলেছেন,আলিয়া ভীষণ ডাউন টু আর্থ। এমন হওয়ার জন্যই অনেক শক্তি লাগে। লোকজন ভাল জিনিস দেখেন না, সবসময়েই ট্রোল করতেই ব্যস্ত থাকেন। শুধু তাই নয় আলিয়া ও করিনার ব্যবহার নিয়েও নানা রকম প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 12:27 PM IST