Parineeti-Raghav: ভিড়ের মধ্যে হবু বউকে আগলে রেখেছেন রাঘব, পরিণীতি কতটা ভাগ্যবতী, ভিডিও দেখে বলল নেটিজেনরা

Last Updated:

Parineeti-Raghav: কালো রঙের একটি শর্ট ড্রেস পরে রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন পরিণীতি৷ রাঘব চোপড়াও টুইনিং পোশাকে নজর কেড়েছে৷ অভিনেত্রীকে দেখে সকলে এগিয়ে আসতেই ভিড়ের মধ্যে হবু বউকে আগলে গাড়িতে উঠে পড়েন রাঘব ও পরিণীতি৷

ভিড়ের মধ্যে হবু বউকে আগলে রেখেছেন রাঘব, পরিণীতি কতটা ভাগ্যবতী, ভিডিও দেখে বলল নেটিজেনরা
ভিড়ের মধ্যে হবু বউকে আগলে রেখেছেন রাঘব, পরিণীতি কতটা ভাগ্যবতী, ভিডিও দেখে বলল নেটিজেনরা
মুম্বই: আপ নেতা রাঘব ও বলি অভিনেত্রী পরিণীতি চোপড়ার প্রেমের জল্পনা তুঙ্গে। বিয়ের তোড়জোড়ও নাকি শুরু হয়ে গিয়েছে তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। বিয়ে নিয়ে পরিণীতি ও রাঘব মুখ না খুললেই ইঙ্গিতে তেমনটাই মনে করছেন নেটিজেনরা৷ লাঞ্চ থেকে ডিনার ডেট-সব জায়গাতেই একসঙ্গে দুজনকে দেখার পর থেকেই চর্চা তুঙ্গে৷ বিশেষত, রাঘবের মুম্বইতে আসা এবং পরিণীতির দিল্লি যাওয়ার পর থেকেই উত্তেজনা টগবগিয়ে ফুটছে দর্শকদের৷ ফের ডিনার ডেটে দেখা গেল রাঘব-পরিণীতিকে৷
একাধিকবার রাঘব ও পরিণীতিকে দেখার পর থেকেই তাদের সম্পর্কে শিলমোহর দিয়েছেন ভক্তরায়৷ ফের মুম্বইয়ের রাস্তায় দেখা গেল লাভবার্ডস৷ তবে এবার পুরো অন্য মেজাজে ধরা দিলেন তারা৷ পরিণীতির সঙ্গে তার ভাইকেও দেখা গেছে৷ সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে তাদেরকে ডিনার সেরে বেরোতে দেখা যায়৷ তাদের একসঙ্গে দেখা মাত্রই জ্বলে ওঠে হাজারো ফ্ল্যাশের ঝলকানি৷
advertisement
advertisement
advertisement
ভিডিওতে দেখা গেছে, কালো রঙের একটি শর্ট ড্রেস পরে রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন পরিণীতি৷ রাঘব চোপড়াও টুইনিং পোশাকে নজর কেড়েছে৷ অভিনেত্রীকে দেখে সকলে এগিয়ে আসতেই ভিড়ের মধ্যে হবু বউকে আগলে গাড়িতে উঠে পড়েন রাঘব ও পরিণীতি৷ পরীর প্রতি এই ভালবাসা দেখে নেটিজেনরা বলছেন অভিনেত্রী কত ভাগ্যবতী৷ ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ জল্পনায় শোনা যাচ্ছে, আগামী ১৩ মে আনুষ্ঠানিক ভাবে বাগদান হতে চলেছেন রাঘব ও পরিণীতির৷ দিনকয়েক আগেও প্রকাশ্যে স্টেডিয়ামের মধ্যে চর্চিত প্রেমিক রাঘবের সঙ্গে ধরা দিয়েছিলেন পরিণীতি চোপড়া৷ আইপিএল-এ ম্যাচে রাঘব ও পরিণীতিকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন ভক্তরা৷ টুইনিং পোশাক পরেই আইপিএল-এর ম্যাচে আরও বেশি করে সকলের নজরে এসেছেন তাঁরা৷ মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ম্যাচ দেখতে এসেছিলেন রাঘব ও পরিণীতি৷ দুজনের ছবি আপাতত নেটদুনিয়ায় ভাইরাল৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Parineeti-Raghav: ভিড়ের মধ্যে হবু বউকে আগলে রেখেছেন রাঘব, পরিণীতি কতটা ভাগ্যবতী, ভিডিও দেখে বলল নেটিজেনরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement