মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে৷ কেরিয়ার হোক বা ব্যক্তিগত জীবন সর্বদাই শিরোনামে থাকেন প্রিয়াঙ্কা চোপড়া৷ বলিউডের গন্ডি পেরিয়ে এখন হলিউডের পরিচিত মুখ তিনি৷ সংসার-সন্তান সবটা সামলে অভিনয়টাও সমান তালে চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ তার উপর কোলে এসেছে মেয়ে মালতী৷ কর্মজগতের ব্যস্ততার মধ্যেও তাকে নিয়েও সময় কাটছে প্রিয়াঙ্কার৷ তবে এত ভাল স্মৃতির মধ্যে এমন কিছু ঘটনা মনে থেকে গেছে, যা জীবন থেকে মুছে ফেলতে চান নায়িকা৷
প্রিয়াঙ্কা এক অনুষ্ঠানে এসে জানান, মেক্সিকান খাবারে এমনিতেই ঝাল-মশলা অনেক বেশি থাকে৷ একথা কম-বেশি সকলেই জানেন৷ আমেরিকায় গিয়ে মেক্সিকান খাবার খেয়েই ভিড়ের মধ্যে বাতকর্ম করে ফেলেছিলেন প্রিয়াঙ্কা৷ প্রকাশ্যে এই কাণ্ড ঘটালেও সেদিন কেউ টের পাননি৷ নিজেই সেকথা স্বীকার করেছেন৷ তবে এটাও জানিয়েছেন, এই ঘটনা তিনি মনে রাখতেও চান না৷
আরও পড়ুন-‘এরকম একটা আমারও চাই’, মিমির আবদার শুনে এটা কী করলেন শাহরুখ, জানলে চমকে যাবেন
আরও পড়ুন-পাগলের মতো অবস্থা, জেলে বসে কাতরাচ্ছেন সুকেশ, কোন বড় চমকের ইঙ্গিত দিলেন জ্যাকলিনকে
দিনকয়েক আগেই অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা৷ এই শো মানেই গ্ল্যামার ও ফ্যাশনের চমক৷ চলতি বছর মেট গালার থিম ছিল কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফেল্ডের নামে। প্রতিবছরই এই ইভেন্টে নিজেদের বেস্ট আউটফিটে নজর কাড়েন তারকারা৷ ভারত থেকে বিভিন্ন তারকারা অংশ নেন এই ইভেন্টে৷ প্রতিবারের মতো এবারও মেট গালার মঞ্চ মাতালেন প্রিয়াঙ্কা চোপড়া৷ কালো রঙের হাই থাই স্লিট ভ্যালেন্টিনো গাউনে লাস্যময়ী প্রিয়াঙ্কাকে দেখে চোখ ফেরাতে পারছিলেন না কেউই৷ অভিনেত্রীর এই গাউনটিতে রয়েছে প্লাঞ্জ স্কোয়ার নেকলাইন৷ কাঁধের একপাশে প্লিটেড ডিটেলিংয়ের কাজ৷ কোমরে রয়েছে কোমরবন্ধনী, যা অভিনেত্রীর সেক্সি ফিগারকে হাইলাইট করেছে৷ কালো গাউনের সঙ্গে হিরের নেকলেস, ম্যাচিং করা কানের দুল বেশ নজর কেড়েছে৷ তবে সবকিছুর মধ্যে প্রিয়াঙ্কার গলার হিরের নেকলেসে সকলের চোখ আটকে গেছে৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে,সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়াকে আমেরিকান ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ দেখা গেছে৷ অ্যাকশন থ্রিলার সিরিজটির জন্য দর্শকদের থেকে সাড়া পাচ্ছেন৷ এছাড়াও পরবর্তী বলিউড ছবি ‘জি লে জারা’-তেও দেখা যাবে দেশি গার্লকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।