Subhashree Ganguly: থালাবাটির দোকানে 'অদ্ভুত' ফোটোশ্যুট! শুভশ্রীকে নিয়ে হাসির রোল, ধেয়ে এল কটাক্ষ
- Published by:Sanchari Kar
Last Updated:
Subhashree Ganguly: সম্প্রতি একটি বাসনপত্রের দোকানে লেন্সবন্দি হয়েছেন শুভশ্রী। না কেনাকাটা নয়, সাজগোজ করে শুধুমাত্র ছবি তুলতেই সেখানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী।
কলকাতা: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। মুক্তি পাবে 'ইন্দুবালা ভাতের হোটেল'। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ওয়েব সিরিজের হাত ধরেই ওটিটি-তে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হাতেখড়ি। তার আগেই অভিনেত্রীর একটি ফোটোশ্যুট নেটমাধ্যমে সাড়া ফেলেছে।
সম্প্রতি একটি বাসনপত্রের দোকানে লেন্সবন্দি হয়েছেন শুভশ্রী। না কেনাকাটা নয়, সাজগোজ করে শুধুমাত্র ছবি তুলতেই সেখানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। নীল রঙের শাড়ি, মানানসই গয়না এবং তাক লাগানো মেকআপ নিয়ে বরাবরের মতো সাবলীল ভাবেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। ছবির 'ব্যাকগ্রাউন্ড'-এ হাঁড়ি-কড়াই-খুন্তি-বাটির ভিড়। বিষয়টি ছবিতেই থেমে থাকেনি। সেই দোকানেই একটি ভিডিও-ও শ্যুট করেছেন রাজ-ঘরনি।
advertisement
advertisement
advertisement
নেটিজেনদের একাংশের যদিও শুভশ্রীর এই ছবি-ভিডিও মনে ধরেনি। অনেকেই প্রশ্ন করেছেন, এত জায়গা থাকতে হঠাৎ থালাবাসনের দোকানে কেন ফোটোশ্যুট করলেন শুভশ্রী? কেউ কেউ আবার ছবি তোলার মান এবং সম্পাদনার খুঁত খুঁজে বার করেছেন।
advertisement
জনৈক নেটিজেন লেখেন, 'সবই বুঝলাম। কিন্তু চারদিকে বাসনপত্র কেন? এটাই কি আপনার আলাদা কিছু করে দেখানোর চেষ্টা?' আবার অন্য জনের টিপ্পনি, 'সত্যি বলতে আপনার এই ছবিগুলি ভাল লাগল না। ভিডিওগ্রাফিটাও ভাল হয়নি। রিলটাও ভাল লাগল না।'
advertisement
কটাক্ষ যেমন এসেছে, এসেছে প্রশংসাও। শুভশ্রীর এই চেষ্টাতে মুগ্ধ অনেকেই। অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে সে কথাও জানিয়েছেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2023 11:30 AM IST