স্বামী প্রসেনজিৎ-কে নিয়ে বড়সড় সত্য ফাঁস অর্পিতার, সোশ্যাল মিডিয়ায় জোরদার চর্চা !

Last Updated:

অর্পিতা একটু শীত কাতুরেই, নভেম্বরের শেষ থেকেই তিনি শীতের পোশাক পরতে শুরু করেন

SREEPARNA DASGUPTA
#কলকাতা: অর্পিতা চট্টোপাধ্যায় এই নামটি সম্বন্ধে নতুন করে ব্যাখ্যা দেওয়ার আর প্রয়োজন পড়েনা তিনি টালিগঞ্জের এক ব্যস্ততম নাম ৷ তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঘরণী বা তিনি টলিউডের ফাস্ট লেডিও বটে ৷ এই মুহূর্তে একের পর ছবি রিলিজ তাঁর ৷ তাই স্বভাবতই ব্যস্ততা চরমে ৷ প্রবল ব্যস্ততার মাঝেই পাওয়া গেল তাঁকে ৷ হাস্যময় মুখ নিয়েই এগিয়ে এলেন পরনে নীল শাড়ি ৷ শহরে এখনও ঠান্ডা সেই অর্থে পড়েনি ৷
advertisement
অর্পিতা একটু শীত কাতুরেই, নভেম্বরের শেষ থেকেই তিনি শীতের পোশাক পরতে শুরু করেন ৷ শীতের পোশাকের মধ্যে ইংলিশ ফ্যাশন খুবই পছন্দ করেন ৷ কোট, বুট, স্কার্ফ, খুবই প্রিয় ৷ কলকাতায় আবহাওয়ায় তা পরা হয়না, সুযোগ পেলেই পরে ফেলেন তিনি ৷ ফ্যাশানের পরে অর্পিতা মন খুলে ব্যক্তিগত জীবনের টুকিটাকি কথাও বললেন ৷ তাঁদের চেলে মিশুক এখন শহরে বাবা-মায়ের সহ্গে সময় কাটাতে চলে এসেছে ৷ আপাতত মিশুকে নিয়েই অর্পিতার সময় কাটে বেশ ৷
advertisement
advertisement
প্রসেনজিতের সম্পর্কে কথা উঠতেই ফাঁস হল বড়সড় সত্য ৷ জানতে পারা গেল তিনি এখনও বুম্বাদা ওরফে প্রসেনজিৎ-কে দাদা বলে ডাকেন ৷ সম্প্রতি দু'জনকেই একটি বিজ্ঞাপনে দেখতে পাওয়া গিয়েছে ৷ একই সঙ্গে ছবির কথা বলা হলে অর্পিতার সটান উত্তর স্ক্রিপট ঠিকঠাক হলে কাজ করতে চান ৷ সবে মুক্তি পেয়েছে অপ্রিতার ছবি বহমান ৷
advertisement
এই ছবি সম্পর্কে তাঁর বিশেষ অনুভূতি রয়েছে ৷ এছাড়াও মুক্তি পাবে অনীক দত্তের বরুণবাবুর বন্ধু, রাজর্ষি দের রাইফেল ৷ অর্জুন দত্তের গুলদস্তা, শিলাদিত্য মৌলিকের হৃদপিন্ডের কাজ, নিয়েই আপাতত ব্যস্ত অর্পিতা চট্টোপাধ্যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বামী প্রসেনজিৎ-কে নিয়ে বড়সড় সত্য ফাঁস অর্পিতার, সোশ্যাল মিডিয়ায় জোরদার চর্চা !
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement