#মুম্বই: দু'বছর আগে ১৪ জুন সকালেই সারা দেশে ছড়িয়ে পড়েছিল এই খবর। অসংখ্য ভক্তের মন ভেঙে দিয়ে চিরকালের জন্য বিদায় নিয়েছিলেন প্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুদিনে সুশান্তকে মনে করে অসংখ্য ভক্ত ফের একবার বিচারের দাবি জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে 'সুশান্তের বিরুদ্ধে অবিচারের ২ বছর' বার্তা। (SSR Death Anniversary)
মাত্র ৩৪ বছর বয়সেই প্রয়াত সুশান্ত। ১৪ জুন, ২০২০ সালে মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল অভিনেতার। মুম্বই পুলিশ প্রথম থেকেই একে আত্মহত্যার ঘটনা বলে দাবি করেছে। যদিও এই মৃত্যুর তদন্তে শুধু মুম্বই পুলিশ না, পরে যোগ দিয়েছে সিবিআই, ইডি, এনসিবি-র মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও আজও ঠিক কী কারণে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তা পরিষ্কার করে জানায়নি তদন্তকারীর সংস্থাগুলি।
আরও পড়ুন: গভীর রাতে জামিনে মুক্তি মাদককাণ্ডে ধৃত শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্তের
I Support Sushant Singh Rajput ✊ @itsSSR ❤️ pic.twitter.com/4ok2MmQzE7
— Tanu (@Tannu072) June 13, 2022
We Didn't Forget. We Won't Let anyone Forget. Sushant Singh Rajput Lives on.. 2Years Of Injustice To Sushant pic.twitter.com/15WKKIXVQs
— KumardeepRoy(DETECTIVE BYOMKESH) (@I_Am_Roy18) June 13, 2022
On this day 2 years ago sushant memorial day "2years Of Injustice To Sushant" still no justice #JusticeForSushantSinghRajput #SushantSinghRajput Support Sushant Singh Rajput #BoycottBollywood 2years Of Injustice To Sushant pic.twitter.com/qVHTM0oFN5
— Damini Prakash Singh (@damini_prakash) June 14, 2022
Sushant Singh Rajput the name that united millions, the persona that created the biggest revolution in recent History because he was and Sushant Singh Rajput Always will be the best in everything and he deserves justice @PMOIndia 2years Of Injustice To Sushant pic.twitter.com/PfPzQnuRHz
— Satya🇮🇳 (@Satya91539128) June 13, 2022
আরও পড়ুন: এক সময়ের বলিউড কাঁপানো নায়িকা, আজ এ কী অবস্থা! চিনতে পারছেন?
সুশান্তের মৃত্যুর জন্য প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারকে দায়ী করেছিলেন অভিনেতার বাবা কেকে সিং। সেই মর্মে পাটনা পুলিশে অভিযোগও দায়ের করেন। গ্রেফতার হন রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। হাজতবাসও করতে হয় তাঁদের। পরে তাঁরা জামিনে মুক্তি পান।
তর্ক-বিতর্ক, মামলা, গ্রেফতার, অনেক জলঘোলা হলেও, ফেরানো যায়নি ৩৪ বছরের তরুণ অভিনেতাকে। সেই মৃত্যু আজও এক বিতর্কের মধ্যেই রয়ে গিয়েছে। খুব অল্প সময়েই দর্শকদের মনে দাগ কেটেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি' থেকে শুরু করে 'কাই পো চে', 'রাবতা', 'ছিঁছোড়ে' একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত। তাঁর শেষ ছবি 'দিল বেচারা'। দর্শকদের মনে রয়েছে গিয়েছে সুশান্তের সেই মিষ্টি হাসিটাই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।