পুষ্পা ২-তে মারা যাবেন ‘শ্রীভল্লী’! বড় আপডেট দিলেন রশ্মিকা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
‘পুস্পা: দ্য রুল’, ‘পুস্পা’ ছবির দ্বিতীয় পার্ট নিয়ে দর্শক-মহলে উত্তেজনা প্রথম থেকেই তুঙ্গে, সম্প্রতি তার শুটিং শুরু হয়েছে।এই জনপ্রিয় জুটি আবার ফিরছে সিনেমার পর্দায়, ‘পুস্পা: দ্য রুল’ নিয়ে৷
#মুম্বই: ‘পুষ্পা: দ্য রাইজ’, আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা অভিনীত দক্ষিণী এই সিনেমা ২০২১-এর বক্স অফিসে একটি ব্লকবাস্টার ছিল। তাই, ‘পুষ্পা: দ্য রুল’, ছবির দ্বিতীয় পার্ট নিয়ে দর্শক-মহলে উত্তেজনা প্রথম থেকেই তুঙ্গে, সম্প্রতি তার শুটিং শুরু হয়েছে। আল্লু অর্জুন তাঁর অভিনয়ের মাধ্যমে ছবিটির প্রকৃত ‘নায়ক’ হয়ে উঠেছিলেন এবং রশ্মিকার ‘শ্রীভল্লীও’ দর্শকদের আকৃষ্ট করেছেন৷ আর, এই জনপ্রিয় জুটি আবার ফিরছে সিনেমার পর্দায়, ‘পুষ্পা: দ্য রুল’ নিয়ে৷
কয়েকদিন আগে, রশ্মিকা ‘পুষ্পা ২’ এর পুজোর একটি ছোট্ট ঝলক সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। ‘পুষ্পা ২’ এর, ছোট্ট ঝলক দেখেই আপ্লুত রশ্মিকার ভক্তকুল। এই, ছবিতেও ফাহাদ ফাসিলকে ভিলেনের চরিত্রে দেখা যাবে। প্রোডাকশন হাউস থেকেও ট্যুইটারে শেয়ার করা হয়েছিল ছবিটি৷ সেই ছবি দেখে, উৎসাহিত জনতা ‘শ্রীভল্লীর’ চরিত্রটিকে আরও শক্তিশালী করার অনুরোধ জানায়। এর উত্তরে পর্দার ‘শ্রীভল্লী’ বলেন, "আমিও নিজেকে আরও শক্তিশালীভাবে দেখতে চাই।"
advertisement
advertisement
কয়েক মাস আগে, একটি প্রতিবেদনে বেড়িয়েছিল যে, সিক্যুয়েলে রশ্মিকার চরিত্র শ্রীভল্লী মারা যাবেন। তবে, নির্মাতারা সেই জল্পনা উড়িয়ে দিয়ে, বলেছিলেন যে সিনেমাটি এখনও স্ক্রিপ্টিংয়ের পর্যায়ে রয়েছে। প্রসঙ্গত, দক্ষিণী ছবি 'পুষ্পা:দ্য রাইজ' শুধুমাত্র তেলেগু-ভাষী রাজ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল তা নয় দেশজুড়েও তা বিপুল সাফল্যের মুখ দেখেছিল। বক্স অফিসে ১০০ কোটি টাকার উপর ব্যবসা করেছিল ছবিটি।
advertisement
যদিও, পরিচালক সুকুমার বান্দ্রেদী ‘পুষ্পা ২’ এর কাহিনী এবং কাস্ট নিয়ে মুখ খুলতে নারাজ। সূত্রের খবর যে,বান্দ্রেদী চিত্রনাট্য এবং কাহিনীর কাজ শেষ করেছেন। সম্প্রতি, জানা গেছে যে মনোজ বাজপেয়ী-কে সম্ভবত ‘পুষ্পা ২’-তে দেখা যাবে একজন পুলিশের ভূমিকায়। তবে, নিউজ ১৮-এর একটি শোতে, তিনি এই দাবিগুলি অস্বীকার করেন।
advertisement
সূত্রের খবর, ইতিমধ্যে ‘পুষ্পা ২’- এর বাজেট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পরিচালক-প্রজোযক, যা ‘পুষ্পা ১’- কে ছাড়িয়ে যাবে। প্রথম অংশের বাজেট ছিল প্রায় ২০০ কোটি টাকা কিন্তু জাতীয় একটি সংবাদমধ্যমের প্রতিবেদনে,‘পুষ্পা: দ্য রুল’- এর বাজেট ৪০০ কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে বলে ধারণা। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে এই সিক্যুয়েলটি পরের বছর প্রেক্ষাগৃহে দেখা যাবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2022 11:42 AM IST